ঢাকার বাইরে দুর দুরান্তে - TopicsExpress



          

ঢাকার বাইরে দুর দুরান্তে ছড়িয়ে থাকা গনজাগরন মন্চের সমর্থক এবং শুভানুধ্যায়ীদের কিছু প্রশ্নের জবাব মন্চের একজন কর্মী হিসেবে নিজের ভাষায় ব্যাক্ত করছি : ১) গত ৫ই ফেব্রুয়ারি ২০১৩ মঞ্চের সাথে বর্তমান মঞ্চের এত তফাত কেন। সেই গনজোয়ার কোথায়?? উত্তর : মন্চের একটা অংশ আওয়ামিলীগ জোর পূর্বক দখল করেছিলো। ছাত্রলীগের সোহাগ ভাইকে মাইক না দেয়াতে মন্চের কর্মী লাকি আক্তারকে মাইক দিয়ে আঘাত করে জখম করেছিলো যেটা মিডিয়াতে ও এসেছে। লীগ মন্চে জোর পূর্বক ঢুকেছে এবং তারাই এই মন্চ ভাঙার পিছনে দায়ী। তারা টাকা দিয়ে বাপাদিত্য বসুর মত কিছূ সস্তা কর্মীকে কিনে নিয়ে মন্চের বিপক্ষে কথা বলাচ্ছে। মন্চের বিপক্ষে লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের দিয়ে পাল্টা মন্চ দ্বারা করিয়েছে যার সাথে মূল গনজাগরন মন্চের কোনো সম্পর্ক নেই। ইমরান এইচ সরকার কোনো কর্মসুচি ঘোষনা করলে লীগ দ্বারা পরিচালিত তথাকথিত ঐ মন্চ একই সময়ে পাল্টা কর্মসুচি দেয় এবং জনগনকে বোঝাতে চায় এরা নিজেরা নিজেরাই এখন কলহ করছে। গনজাগরনের সেই গনজোয়ার দেখে শেখ হাসিনা নিজেই ভয় পেয়ে যায় এবং শেখ হাসিনা খুব ভালো করেই জানেন ইমরান এইচ সরকারের নেত্বর্তে যদি কোনো দল স্রিষ্টি হয় তবে লীগের ভোটব্যাংকেই টান পড়বে। তাই কৌশলে মন্চে ঢুকে মন্চ ভাঙ্গার পিছনে একমাত্র লীগই দায়ী। আপনারা জানেন ২০১৩ ফেব্রুয়ারীর এর পাচঁ সাত তারিখের দিকে লীগের যত বড়ই নেতাই মন্চে যাক না কেন কাউকেই মাইকে কথা বলতে দেয়া হয় নি। ২) মন্চ বঙ্গবন্ধুকে ভালোবাসলে এ.কে. খন্দকারের ভেতরে-বাইরে বইয়ের বিরুদ্ধে প্রতিবাদ করেন নি কেন ?? উত্তর : একে খন্দকার তার বইয়ের দ্বিতীয় সংশোধনীতে জয় পাকিস্তান কথাটি মুছে ফেলেছেন। তাই প্রতিবাদ করার দরকার পড়ে নি। আর সব ব্যাপারেই যদি মন্চ প্রতিবাদ করে তাহলে প্রতিদিনই নতুন ইস্যু নিয়ে প্রতিবাদ করতে হবে। ৩) এই বাংলার মাটিতে স্বাধীনতার ৪৩ বছর পর হলেও যুদ্ধাপরাধীর বিচার কার্য শুরু করেছে লীগ আর মন্চ এই লীগকেই আতাঁতের কথা বলছে?? উত্তর : বিএনপির মত করে বলবো না ৯৬ এ জামাতের হাত ধরে ক্ষমতায় এসেছিলো আওয়ামিলীগ। কিন্তু সবাই জানে যে, এই লীগের শাসনামলেই শহীদ জননী জাহানারা ইমামের ম্রিত্যু হয়েছিলো। এই লীগই হেফাজতকে শাপলা চত্বরে সমাবেশের অনুমতি দিয়েছিলো যেই শাপলা চত্বরে বিএনপি কিংবা গনজাগরন মন্চ ও সমাবেশ করার অনুমতি পায় নি। এই লীগের শাসনামলেই মুক্তিযোদ্ধার বুকে পুলিশের বুটের লাথি আমরা দেখেছি। পাকিস্তান এম্বাসি ঘেরাও করতে গেলে পুলিশ আমাদের মালাউনের বাচ্চা বলে তেড়ে মারতে এসেছিলো। ভিডিও ফুটেছ দেখে সেই পুলিশের বিরুদ্ধে এখন পর্যন্ত ব্যবস্থা নেয়া হয় নি। এই লীগ ই শফীকে ৩২ বিঘা জমি উপহার দিয়েছিলো। এই লীগই এখন ইসলামি ব্যাংককে ভেটো দিচ্ছে। জাতীয় সংগীতে জামাতি ইবনে সিনার স্যালাইন দিচ্ছে। তাই জামাতের সাথে যে আতাঁত হয় নি একথা অস্বীকার করা যাবে না। ৪) গনজাগরন মঞ্চকে কি একটা রাজনৈতিক দল হিসাবে প্রতিষ্ঠা করতে চান imran h sarker ?? উত্তর : দল করার ইচ্ছা থাকলে সেই প্রথম দিকেই এটা ঘোষনা করা হতো। তারপরেও যদি সব রাজকারের ফাসিঁ দেয়ার জন্য, এই নষ্ট রাজনীতির খেলা বন্ধ করার জন্য দল গঠন করার প্রয়োজন পড়ে, তবে সেটা সময়ই বলে দেবে। আর লীগের স্বার্থেই লীগ এমন প্রহসনের বিচার করছে যা জনগন মেনে নিবে না। বঙ্গবন্ধুর সোনার বাংলায় রাজাকারের ঠাই নাই। জয় বাংলা।
Posted on: Tue, 23 Sep 2014 08:13:51 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015