তৈলাক্ত চুল ? আপনি একা নন। - TopicsExpress



          

তৈলাক্ত চুল ? আপনি একা নন। অনেকেই তৈলাক্ত চুল নিয়ে হতাশা বা লজ্জায় পড়েছেন। তৈলাক্ত চুলে উকুনের সংক্রমনের পাশাপাশি বড় ধরণের স্বাস্থ্য সমস্যাও দেখা দিতে পারে যার মধ্যে আছে মাথার তালুর সংক্রমণ বা scalp infection । তাই তৈলাক্ত চুল নিয়ে হতাশা বা লজ্জায় না ভুগে আসুন দেখা যাক ডাক্তারের কাছে না গিয়েও কিভাবে সমস্যার সমাধান করা যায়। অনেকের মাঝেই ধারণা প্রচলিত আছে যে চুল যত বেশী বেশী ধোয়া হবে চুলের তৈলাক্ত ভাব ততই কমবে কিন্তু সেটা একেবারেই ভুল। বরং ঠিক তার বিপরীত । প্রয়োজনের অতিরিক্ত স্যাম্পু করলে চুলের প্রাকৃতিক তেল স্যাম্পুর রাসায়নিক পদার্থ দ্বারা প্রতিস্থাপিত হয়। যার ফলে মাথার আর্দ্র ভাব কমে গিয়ে মাথার scalp শুষ্ক হয়ে যায়। আর সেই শুষ্কতা দুর করতে গিয়ে আমাদের শরীর আরো বেশী করে তেল উৎপাদন করে। ফলাফল তৈলাক্ত scalp বা তৈলাক্ত চুল । তাই পরিমিত স্যাম্পু করার পাশাপাশি পার্লার গ্রেডের স্যাম্পু বিশেষ করে যেগুলো তৈলাক্ত চুলের জন্যে তৈরী সেগুলো ব্যবহার করতে হবে। স্যাম্পুর পাশাপাশি কন্ডিশনার ব্যবহারেও সতর্কতা অবলম্বন করতে হবে। হালকা ফরমুলায় (light formula) তৈরী কন্ডিশনারই ব্যবহার করা উচিৎ। সপ্তাহে দুই থেকে তিন দিনের বেশী কন্ডিশনার ব্যবহার করা ঠিকনা। কন্ডিশনার ব্যবহারের সময় শুধুমাত্র চুলেই কন্ডিশনার লাগাতে হবে এবং খেয়াল রাখতে হবে যেন মাথার তালুতে কন্ডিশনার না লাগে। কারণ কন্ডিশনার তৈরী হয়েছে চুলের জন্যে মাথার জন্যে না।
Posted on: Sat, 11 Oct 2014 03:29:12 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015