দেখতে দেখতে চলে যাচ্ছে - TopicsExpress



          

দেখতে দেখতে চলে যাচ্ছে আরেকটি মুভিময় বছর, ২০১৪ । এবং প্রতিবছরের মত এবারও আমরা পেয়েছি বেশ কয়েকটি অসাধারন সিনেমা । এক এক করে এ বছরের গুরুত্বপূর্ণ সবগুলো মুভিই দেখে ফেললাম । এবং সব শেষে একটা ফাইনাল কাউন্টডাউন । অনেক ভালো মুভিই পেয়েছি আমরা এ বছর । যেহেতু সকল ইন্ডাস্ট্রি এর মুভি এ দেখা হয় তাই কোন ইন্ডাস্ট্রিকেই ছোট করলাম না। আমি হলিউড,বলিউড,টলিউড এই তিনটা ইন্ডাস্ট্রি এর সেরা ১২ টা মুভি বাছাই করলাম। বরাবর এর মতই হলিউড যেহেতু বস ইনন্ডাস্ট্রি এবং তার ২-১ টা সেরা মুভি বাছাই করা রিতিমত অসম্ভব তাই এই তালিকায় রাখা হয়েছে হলিউড এর সেরা ৬ টি মুভি, এবং তার পর বলিউড এর সেরা ৪ টি মুভি, এবং টলিউড এর সেরা ২টি মুভি। সব কিছুর পর ও এরকম সফল একটি মুভির বছর থেকে সেরা ১২ টি মুভি নির্বাচন করা ছিল অনেক কঠিন একটা টাস্ক । তাই কাউন্টডাউন শুরু করলাম হলিউড কে দিয়ে । এই তালিকাটি IMDb, Rotten বা বক্স- অফিস কালেকশন এর উপর ভিত্তি করে তৈরি করা হয়নি । সম্পূর্ণ ব্যক্তিগত মতামত । চেষ্টা করেছি স্পয়লার ছাড়াই মুভিগুলোর বর্ণনা দেওয়ার। --------------- ♦হলিউড ৬/ The Fault In Our Stars এই মুভিটির জন্য আমার রেটিংস থাকবে ৮.১/১০ ৫/ Transformars: Age of Extinction এই মুভির জন্য রইলো ৮.৩/১০ ৪/ How To train Your Dragon 2 এই অসাধারণ মুভির জন্য আমার মনে হয় ৮.৬/১০ ৩/ Guardians of the Galaxy মারভেল স্টুডিও এর চমক এর জন্য ৯.০/১০ ২/ Maleficent গ্রেট এঞ্জেলিনার জন্য থাকলো ৯.৪/১০ ১/ Interstellar এবং এক কথা এটাই এই বছর এর সেরা হলিউড এর মুভি যার জন্য Perfect রেটিংস হবে ১০ এ ১০ --------------- ♦বলিউড ৪/ Kick বেস্ট এন্টারটেইনিং মুভি এর জন্য ৭.৬/১০ ৩/ Happy New Year বেস্ট ড্রামা,ক্রাইম, থ্রিলার, এন্টারটেইনমেন্ট এর জন্য এই মুভিকে ৮.০/১০ ২/ Haider এই মুভি নিয়ে বেশি কথা না বলেই রেটিংস ৯.১/১০ ১/PK হ্যা! এটাই এই বছর এর বলিউড এর সেরা মুভি।এই মুভিকে দেয়ার জন্য আর আমার কাছে এর থেকে বেশি কিছু নেই ১০ এ ১০। --------------- ♦টলিউড ২/ Apur Panchali এই ফিল্ম কে যদি ৯.৯/১০ না দেই তাহলে পাপ হবে। ১/ Jatishwar এই দুইটা ফিল্ম এই বছর এর সেরা টলিউড এর ফিল্ম কিন্তু সব জায়গাতেই তো সেরাদের সেরা তো থাকেই তাই এই ফিল্ম এর জন্য ১০ এ ১০ ঈ থাকলো ------------- এবং সবাইকে আসছে নতুন বছর এর অগ্রিম শুভেচ্ছা Happy New Year 2015 _ধন্যবাদ
Posted on: Mon, 29 Dec 2014 16:11:12 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015