দাতা গঞ্জে বখশ রাদি. এর - TopicsExpress



          

দাতা গঞ্জে বখশ রাদি. এর কাছে এক বৃদ্ধা উপঢৌকন সরূপ একটা বড় ছুড়ি নিয়ে এসেছিলেন। দাতা গঞ্জে বখশ রাদি. তাঁর বিনয়তা হেতু সেই ছুড়িটা গ্রহণ করলেন এবং বৃদ্ধার উদ্দেশ্যে মুচকি হেঁসে বল্লেন-মা ! এর পর কিছু আনতে চাইলে ছুড়ি নয় বরং সুই নিয়ে আসবেন। কারণ আমাদের কাজ জোড়া লাগানো (সেলাই) বিচ্ছেদ করা নয় (কেটে ফেলা)। এরকম ঘটনা গুলো খুব মনে পরছে আজ। শুনেছিলাম সূফীরা নাকি ধৈর্য, প্রজ্ঞা, সমুচ্চ ধী-বুদ্ধির অধিকারী হয়। কিন্তু হায় !! আজ কোন যুগে আসলাম রে বাবা। নাই কথাতে, পর্যাপ্ত তথ্য ছাড়া ঠাস-ঠুস করে RAB-এর encounter এর মত যাকে পাচ্ছে তাকে ধরে ফতওয়া দিয়ে কাফের বানানোর মহা প্রতিযোগিতার যে রমরমা অবস্থা। আজকের এই চুনি-পুঁটি কোন ছাড় যুগের সংস্কারক খ্যাত স্বয়ং আলা হযরত রাদি. পর্যন্ত কখনো লিখেননি যে এ কাফের সে কাফের। তিনি লিখেছেন যে সেই ব্যক্তি এটা কুফরি করেছে, সেটা কুফরি করেছে। কারণ তিরমিজির হাদিস-কাউকে কাফের আখ্যায়িত করলে, যদি সে কাফের না হয় তবে যে কাফের বলছে বা লিখছে সে কাফের হিসেবে পরিগণিত হবে। আজকের জালালী মওলানা সাহেবরা না জানলেও আলা হযরত রাদি. সেটা ভালোই জানতেন। এজন্যই তিনি তাঁর পনেরশ বই লিখা পবিত্র হাত দ্বারা লিখেনি যে এ কাফের সে কাফের। আরে আমার ভাই আপনি কি সেই ব্যক্তির কলিজা খুলে খুলে দেখেছেন যে সে কি বিশ্বাস (ইমান) লালন করে। মৃত্যুর আগের মুহূর্তে কেউ ইমান লাভ করলেও তো ফতওয়াবাজ কাফের হিসেবে স্বীকৃত হবে। একটু বিবেক থাকলে তা বুঝা যায়। আজ একদল জ্ঞানপাপী সুন্নিদের ধৃষ্টতা দেখে বিস্মিত হই বৈকি... আমার কাউকে আঘাৎ করে কথা বলার ইচ্ছা কখনো ছিল না, এখনো নেই। আমি গালিব মনে করি যে ব্যক্তি একবার অন্তর থেকে ইয়া রাসুলাল্লাহ বলবে সেই আমার আত্মার আত্মীয়। কোন কোন দরবার, কোন মাদ্রাসা, কোন সিলসিলা, কোন মাসলাখ, কোন রাজনৈতিক দল থেকে এসেছেন সেটা কোন বিষয় নয়। কারণ আমাদের এক পরিচয় আমরা সুন্নি, আমরা সেই মদিনার কাঙ্গাল। বাংলাদেশে প্রগতিশীল মানসিকতা লালন করে এমন প্রজ্ঞাধী সুন্নি আলেম নেহাতই হাতে গুনা কয়েক জন তা নতুন করে জানানোর কিছু নেই। এই অল্প কয়েক জন আলেমদের খুঁটিতে যে বর্তমান টালামাটাল সুন্নিয়াত টিকে আছে তা আজ আমতলা আর বাদাম তলায় বসে গলা ফাটিয়ে চিৎকার করা ওয়াজিন (বক্তা) আর এক হাত বোল্লা তন হাত শিং প্রকৃতির মুফতিরা ভুলতেই বসেছে। একের পর একেক জনকে কাফের কাফের বলে এমন মাতলামী শুরু করেছে যে আমার মনে হয় কয়েকদিন পর আলেম সমাজকে শৌচাগার (toilet) যাওয়ার আগেও দশবার ভাবতে হবে কাফের হয়ে যাবে নাকি। অনেক হয়েছে !! অনেক হয়েছে !! নিজেরা মূর্খ বলে কি জগতের অন্যরাও যে তোমার মত কাঠমোল্লা হবে তার বাধ্যবাধকতা কি হে চুক্তি করা মুফতিরা ? তোমরা কি ইমানর ঠিকাদারী নিয়েছে ? জেনে রাখো- ইমানর মালিক সেই মদিনার প্রীতম প্রাণোত্তম (দরুদ)। তুই কোথাকার কে সেই দাতা দানোত্তম (দরুদ)র একজন গোলাম কে নাই কথাতে কাফির বলবি। সুন্নিয়াত কারো বাপের সম্পত্তি না !! এটা যেমন এই গালিবের আত্মার আত্মা ঠিক তেমনি সমগ্র সুন্নি জনতার অস্তিত্ব। এখানে একজন সুন্নিকে আঘাৎ করা মানে সমগ্র সুন্নিয়াতকে আঘাত করা হয়। আর এই আত্মঘাতী তো নয় পরঘাতী মনভাব তো সূফির বৈশিষ্ট্য হতে পারে না... যারা এই কাফের কাফের ফতওয়ার দোকান খুলে বসেছে তারা কি প্রজাতির সুন্নি তার বিবেচনা আপনাদের কাছেই থাকল...... -------Mahdi Al Galibi
Posted on: Sun, 09 Nov 2014 16:27:07 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015