দিনগুলি মোর সোনার খাঁচায় - TopicsExpress



          

দিনগুলি মোর সোনার খাঁচায় রইল না-- সেই-যে আমার নানা রঙের দিনগুলি। কান্নাহাসির বাঁধন তারা সইল না-- সেই-যে আমার নানা রঙের দিনগুলি॥ আমার প্রাণের গানের ভাষা শিখবে তারা ছিল আশা-- উড়ে গেল, সকল কথা কইল না-- সেই-যে আমার নানা রঙের দিনগুলি॥ স্বপন দেখি, যেন তারা কার আশে ফেরে আমার ভাঙা খাঁচার চার পাশে-- সেই-যে আমার নানা রঙের দিনগুলি। এত বেদন হয় কি ফাঁকি। ওরা কি সব ছায়ার পাখি। আকাশ-পারে কিছুই কি গো বইল না-- সেই-যে আমার নানা রঙের দিনগুলি॥ Days of colorful life could not be contained in the gilted cage. They did not withstand the bondage The bondage of smile and tears. I’d have hoped they would learn the words of my life-song They flew away before they could utter all. Creeping, they move around the broken cage As if in some expectation, in my dream. I wonder, if all my passion are in vein Shadowy birds as if they are. I wonder if anything flew across the sky. -Rabindranath Tagore
Posted on: Mon, 15 Sep 2014 15:59:41 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015