দীর্ঘ(Long) ও - TopicsExpress



          

দীর্ঘ(Long) ও স্বল্প(Short): ফরেক্স এর অভূতপূর্ব বৈশিষ্ট্য হল যে এখানে বাজার উঠলে যেমন লাভ করা যায়, বাজার নামাতেও একইভাবে লাভ হয়। এই বাজার শেয়ার বাজার এর মতো এক-পাক্ষিক নয়। যারা ফরেক্স করে তারা এটা ভালভাবেই জানে যে সবচেয়ে ভাল লাভ হয় বাজার নেমে গেলে। তাই আপনি যদি বাজারের উঠানামা এর দ্বৈত নীতি (Bull and Bear) বুঝে ট্রেড করতে পারেন তবে আপনার মুনাফা করার অসংখ্য সুযোগ আছে এখানে। দীর্ঘ(Long): এটা আসলে বোঝায় যে আপনি বাজারে কোন মুদ্রা কিনেছেন যেন বাজার উঠলে তা বেশি দামে বিক্রি করে মুনাফা অর্জন করতে পারেন। এইখানে প্রথম(base) মুদ্রাকে দ্বিতীয়(quote) মুদ্রার বিনিময়ে কেনা হয়। যেমন, আপনি EUR/USD কিনেছেন মানে হল আপনি USD দিয়ে ইউরো কিনেছেন যেন USD এর বিপরীতে ইউরো এর দাম বৃদ্ধি পেলে তা আপনি আবার USD দিয়ে বিক্রি করবেন এবং মুনাফা অর্জন করবেন। স্বল্প(Short): এটা আসলে বোঝায় যে আপনি বাজারে কোন মুদ্রা বিক্রি করেছেন যেন বাজার নামলে তা বেশি কম দামে কিনে মুনাফা অর্জন করতে পারেন। এইখানে দ্বিতীয়(quote) মুদ্রাকে প্রথম(base) মুদ্রার বিনিময়ে কেনা হয়। যেমন, আপনি EUR/USD বিক্রি করেছেন মানে হল আপনি ইউরো দিয়ে USD কিনেছেন যেন USD এর বিপরীতে ইউরো এর দাম কমলে তা আপনি আবার USD দিয়ে কিনবেন এবং মুনাফা অর্জন করবেন। লেনদেন এর অর্ডার (Order) এবং তার প্রকারভেদ: ফরেক্স এ যখন আমরা কোন লেনদেন বা ট্রেড করি তখন তাদেরকে একেকটি অর্ডার (Order) বলে। এইসব লেনদেন এর অর্ডার(Order) অনেক প্রকার এর হয়ে থাকে যার মধ্যে কিছু কছু খুবই সাধারণ এবং কয়েকটি বিশেষ অর্ডার(Order)। ব্রোকার ভেদে অর্ডার সার্ভিস কম বেশি হয়ে থাকে। আমরা আপনাকে সবগুলো সম্পর্কেই ধারনা দেব: Market Order: যখন বাজারে লেনদেন এর জন্য কোন অর্ডার দেয়া হয় যা বাজারের বর্তমান মূল্যে সেই মুহূর্তে সম্পাদন করা হয় তাকে Market order বলে। Limit Entry Order: যখন আপনি বর্তমান বাজার দর অপেক্ষা কম দামে কোন মুদ্রা কিনতে চান অথবা বর্তমান বাজার দর অপেক্ষা বেশী দামে কোন মুদ্রা বিক্রি করতে চান তবে যে অর্ডার (Order) দেন তাকে Limit Entry Order বলে। এটা একটু বিভ্রান্তিকর মনে হয়। উদাহরণ দেখা যাক- EUR/USD এর বর্তমান বাজার দর ১.৩২০০ আছে। এখন আপনি যদি এর দাম কমে ১.৩১৫০ হলে তখন তা কিনতে চান তবে আপনি Limit Buy Order দিবেন। এর ফলে EUR/USD এর দর ১.৩২০০ হতে কমে ১.৩১৫০ হওয়া মাত্র Automatic ঐ মুহূর্তেই আপনার অর্ডার কার্যকর হবে। এই অর্ডার এর সীমা বর্তমান বাজার মূল্য এর কম দরে নির্ধারণ করতে হবে। আবার, EUR/USD এর বর্তমান বাজার দর ১.৩২০০ আছে। এখন আপনি যদি এর দাম বেড়ে ১.৩২৫০ হলে তখন তা বিক্রি করতে চান তবে আপনি Limit Sell Order দিবেন। এর ফলে EUR/USD এর দর ১.৩২০০ হতে বেড়ে ১.৩২৫০ হওয়া মাত্র যান্ত্রিকভাবে ঐ মুহূর্তে আপনার অর্ডার কার্যকর হবে। এই অর্ডার এর সীমা বর্তমান বাজার মূল্য এর বেশি দরে নির্ধারণ করতে হবে। Stop Entry Order : যখন আপনি বর্তমান বাজার দর অপেক্ষা বেশী দামে কোন মুদ্রা কিনতে চান অথবা বর্তমান বাজার দর অপেক্ষা কম দামে কোন মুদ্রা বিক্রি করতে চান তবে যে অর্ডার (Order) দেন তাকে Stop Entry Order বলে। ধরা যাক আপনি কোন প্রতিবন্ধ অবস্থায় থাকা মুদ্রা কিনতে চান, তখন আপনি এই অর্ডার দিবেন যেন ঐ অবস্থা এর উন্নতি হয়ে আপনার নির্ধারিত দরে মূল্য পৌঁছালেই আপনার ক্রয়ের অর্ডার কার্যকর হবে। একইভাবে, আপনি কোন প্রতিবন্ধ অবস্থায় থাকা মুদ্রা বিক্রয় করতে চান, তখন আপনি এই অর্ডার দিবেন যেন ঐ অবস্থা এর নীচে যেয়ে আপনার নির্ধারিত দরে মূল্যে নামলেই আপনার বিক্রয়ের অর্ডার কার্যকর হবে। Stop lossnb: এটি একটি খুবই মজার এবং উপকারী কৌশল। এটি এমন একটি ব্যবস্থা যা আপনাকে ফরেক্স এর লেনদেন এ জড়িত ঝুঁকি এবং ক্ষতির পরিমাণ কমাতে সাহায্য করবে দারুণভাবে। এই অর্ডার এর মাধ্যমে আপনি যে কোন ক্রয় বা বিক্রয় করা মুদ্রার জন্য একটি সীমারেখা বেঁধে দেয়া যায় যে দর এর বাইরে মূল্য চলে গেলে স্বয়ংক্রিয়ভাবে আপনার লেনদেন টি বন্ধ হয়ে যাবে। আপনি এই অর্ডারটি যে কোন সময় চালু, বহাল, বাতিল বা পরিবর্তন করতে পারবেন এবং সেই মোতাবেক এটি কাজ করবে। Trailing stop: এটিও একটি ক্ষতির সীমারেখা বেঁধে দেয়ার নির্দেশ তবে এটি বাজার দরকে অনুসরণ করে এবং সে অনুযায়ী পরিবর্তিত হয়। আপনি যখন এই অর্ডারটি দিবেন তখন তা বর্তমান বাজার দরের থেকে একটি নির্দিষ্ট দূরত্বে দিবেন যেন সেই রেখা পার হবার পর তা স্বয়ংক্রিয়ভাবে পরিবর্তিত হয়ে যায়। যেমন, EUR/USD তে আপনি যদি ৩০ PIPS এর Trailing stop দেন তবে এর দর ৩০ পিপস আপনার লাভের দিকে পার করলে এর ক্ষতি নিয়ন্ত্রণের সীমাও উপরে উঠে আসবে। এর ফলে আপনি আপনার ট্রেড কে এমনভাবে নিয়ন্ত্রণ করতে পারবেন যেন তা অনেক উপরে উঠার সুযোগও পায় আবার বেশী ক্ষতি হবার ভয় ও থাকেনা। যেসব মুদ্রা ধারা অনুসরণ করে তাদের জন্য এই কৌশল খুব লাভ-দায়ক। Good Till Cancelled Order: এটা সোজা কথায় এমন একটা অর্ডার যেখানে স্বয়ংক্রিয়ভাবে কিছু করা হবেনা যতক্ষণ আপনি নিজে তা করতে অর্ডার করছেন। এখানে লাভ-লোকসান যেদিকে যতই হক না কেন স্বয়ংক্রিয়ভাবে কোন কিছু করা হয়না। ব্যবহারকারী নিজে মাউস টিপে যা করবেন তাই হবে যখন করবেন তখন। অনেকসময় ভুলবশত বা কোন সমস্যার ফলে এই অর্ডার দেয়া লেনদেন গুলতে অনাকাঙ্খিত বড় ক্ষতি হয়ে যায়। Good For The Day: কোন লেনদেন সম্পর্কিত অর্ডার যদি সেই কার্যদিবসের শেষ মুহূর্ত পর্যন্ত কার্যকর থাকে তবে তাকে Good For The Day বলে। ব্রোকার অনুযায়ী কার্যদিবস শেষ হয় বিভিন্ন সময়ে এবং এটা ঠিকমতো মাথায় রাখা উচিত। One Cancels The Other Order: এখানে দুটি আলাদা অর্ডার থাকে এবং তাদের একটি কার্যকর হলে আরেকটি বাতিল হয়ে যায়। অর্ডার গুলো ২টি Stop Entry Order, Stop loss, Limit Entry Order হতে পারে। উদাহরণস্বরূপ, EUR/USD এর মূল্য উঠবে না নামবে তা নিশ্চিত না হলেও যখন এর একটি পরিবর্তন অনুমান করছেন তখন আপনি ঐ আবদ্ধ দরের উপরে একটি ক্রয়ের অর্ডার দিতে পারেন নির্দিষ্ট সীমায় Stop loss অর্ডারসহ এবং আবদ্ধ দরের নীচে একটি বিক্রয়ের অর্ডার দিতে পারেন নির্দিষ্ট সীমায় Stop loss অর্ডারসহ। ফলে একদিকের শর্ত পূরণ হলেই সে অনুযায়ী অর্ডার কার্যকর হবে Stop loss সহ এবং বিপরীত অর্ডারটি বাতিল হয়ে যাবে। এতে আপনি যদি বড় কোন পরিবর্তন অনুমান করেন তবে তার দিক নিশ্চিত করতে না পারেন তবে এই কৌশলে মুনাফা করতে পারবেন। One Triggers The Other Order: One Cancels The Other Order এর মতই কিন্তু তার বিপরীত একটি অর্ডার। এখানে সবই একই রকম কিন্তু একটি অর্ডার দ্বারা আরেকটি অর্ডার বাতিল করা হয়না বরং কার্যকর করা হয়। Lot/Contract size: ফরেক্স এ লেনদেন এর পরিমাণকে লট (Lot) দ্বারা প্রকাশ করা হয়। এগুলো সাধারণত ১/ স্বীকৃত(Standard)-১০০০০০ একক ২/ছোট(Mini) -১০০০০ একক ৩/ক্ষুদ্র(Micro) -১০০০ একক ৪/অতি ক্ষুদ্র(Nano) -১০০ একক এর আকারে পাওয়া যায়। পিপ(PIP) এর মূল্য কিভাবে বের করবেন? এটা তো জানা হয়েছে যে মুদ্রাগুলো কে পিপ দ্বারা হিসাব করে, এবং পিপ হল মুদ্রাগুলোর মূল্য পরিবর্তন এর ক্ষুদ্রতম একক। এই ক্ষুদ্রতম এককে পরিবর্তিত মূল্য থেকে বড় আকারের মুনাফা অর্জন করতে হলে বেশী পরিমাণে মুদ্রা কেনাবেচা করতে হবে। এখন আমারা জানব আমাদের লট এর আকার আমাদের পিপ কে কিভাবে নিয়ন্ত্রণ করে। কিছু উদাহরণ দেখা যাক- আমরা যদি স্বীকৃত(Standard)-১০০০০০ একক এর লট এর কথা ধরি তাহলে দেখা যাবে- ১। EUR-JPY= ১০০.৫০ হলে (.০১/১০০.৫০) x ১০০০০০=৯.৯৫ডলার প্রতি পিপ এ। ১। USD-CHF= ০.৯১৯০ হলে (.০০০১/০.৯১৯০) x ১০০০০০=১০.৮৮ডলার প্রতি পিপ এ। যদি কোন Currency Pair এর quote currency USD হয় তবে একটি Standard-১০ ডলার প্রতি পিপ, Mini -১ ডলার প্রতি পিপ, Micro -০.১ ডলার প্রতি পিপ, অতি Nano -০.০১ডলার প্রতি পিপ হিসেবে ধরা হয়। এখন লাভক্ষতির হিসাব করা যাক- কিছু Currency Pair এর এর উদাহরণ দেখা যাক- • USD-CHF= ০.৯১৯১/০.৯১৯৫, এই বর্তমান দর এ আমরা যদি এটি বিক্রয় করতে চাই তবে আমাদের ০.৯১৯১ ডাক দেয়া মূল্যে বিক্রি করে দিতে হবে। • ফলে এখন আমরা ১০০০০০ একক এর Standard Lot বিক্রি করে দিলাম ০.৯১৯১ দরে। • মনে করি পরের দিন দেখতে পেলাম যে জোড় এর মূল্য হ্রাস পেয়ে ০.৯০৯১/০.৯০৯৫ হয়ে গেছে অর্থাৎ আমরা ৯৬ পিপস এর মুনাফা হাতে পাচ্ছি। • এখন বিষয় হল এটার মূল্য কত? এটার ফলে কত ডলার/টাকা লাভ হবে? • এখন আমাদের লাভ তুলতে হলে অর্থাৎ লেনদেন সমাপ্ত করতে হলে USD-CHF= ০.৯৯১/০.৯০৯৫ এই পরিবর্তিত বর্তমান দর এর অর্থিত মূল্য এর দিকে নজর দিতে হবে। কারণ এখন আমরা বিক্রি করা মুদ্রাজোড় টি ক্রয় করে নিব আগের বিক্রয়মূল্যের থেকে কমে ০.৯০৯৫ মূল্যে। • তাহলে প্রথমে ০.৯১৯১ দরে বিক্রি করা মুদ্রা আমরা ০.৯০৯৫ দরে আবার কিনে নিচ্ছি। এতে আমাদের ৯৬ পিপস এর পার্থক্য দেখতে পাচ্ছি। • আমাদের লাভ করা এই ৯৬ পিপস হল (.০০০১/০.৯০৯৫) x ১০০০০০=১০.৯৯ডলার প্রতি পিপ x ৯৬ পিপস= ১০৫৫.০৪ ডলার। ফলে আমরা এই সূত্র ব্যবহার করে কত পিপ এ, কত লট এ কত লাভ বা ক্ষতি হচ্ছে তা সহজেই বের করতে পারি। এখন যদি উদ্ধৃত মুদ্রাটি হয় ডলার তবে এই কাজটি আরও সোজা। লট অনুযায়ী প্রতি পিপ এর জন্য যে ডলার হয় তাকে পিপ এর পরিবর্তন দিয়ে গুণ করলেই আমাদের লাভ বা লোকসান পাওয়া যাবে। কিছু Currency Pair এর এর উদাহরণ দেখা যাক- • EUR/USD বর্তমান দর ১.৩২০০ এ আমরা বিক্রয় করতে চাই । • মনে করি পরের দিন দেখতে পেলাম যে জোড় এর মূল্য হ্রাস পেয়ে ১.৩১০০ হয়ে গেছে অর্থাৎ আমরা ১০০ পিপস এর মুনাফা হাতে পাচ্ছি। • ফলে এখন আমরা ১০০০০০ একক এর Standard Lot বিক্রি করলে ১০ ডলার প্রতি পিপ অনুযায়ী ১০০ পিপ এ ১০x১০০=১০০০ ডলার এর মুনাফা পেলাম • আবার আমরা ১০০০০ একক এর Standard Lot বিক্রি করলে ১ ডলার প্রতি পিপ অনুযায়ী ১০০ পিপ এ ১x১০০=১০০ ডলার এর মুনাফা পেলাম। এটা সবসময় খেয়াল রাখতে হবে যে Bid, Ask এবং Spread প্রতি লেনদেন এর সাথেই থাকে এবং ক্রয়-বিক্রয়, লাভ-ক্ষতি হিসাবের সময় এদেরকে ধরেই হিসেব করতে হবে। ক্রয় করলে Ask এবং বিক্রয় করলে Bid মূল্য ব্যবহার করা হয়।
Posted on: Sun, 21 Jul 2013 08:32:44 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015