দেশ প্রেমিক মেধাবীরা - TopicsExpress



          

দেশ প্রেমিক মেধাবীরা সাবধান হউন। ========= মেধাবী ছাত্রদের উপর যে যুলম ও অত্যাচার করা হয়েছে, কোটা প্রথা বিরোধীদেরকে পিটিয়ে দেশে মেধা বিকাশকে বাধাগ্রস্থ করছে। কলেজ, বিশ্ববিদ্যালয়, বুয়েট সহ সারা দেশে শিক্ষাঙ্গনে যে সন্ত্রাস, চাদাবাজি, টেন্ডারবাজি, ভর্তি বানিজ্য, নিয়োগ বানিজ্য, আগুন লাগিয়ে পুড়ে ফেলা সহ নৈরাজ্যের চরম শিখরে দেশের শিক্ষাঙ্গনকে এক অবহেলার আর দলীয় প্রতিষ্ঠানে পরিনত করেছে আর বিদেশ গিয়ে বুলি দিচ্ছে, ছি ছি ছি !!! এই মহিলার লজ্জা নাই!!! মিথ্যাবাদী আওয়ামীলীগকে এখনি বয়কট করুন, না হয় দেশের শিক্ষা ও মেধাকে এরা আরো পিছিয়ে দিতে কখনো কুন্ঠাবোধ করবেনা। কারণ জাতি সু শিক্ষিত হয়ে গেলে এদের নোংরা রাজনীতির আর খেলা চলবেনা। জাতিকে ধংশ করার এটাই এদের ভিশন ২১ ।
Posted on: Fri, 27 Sep 2013 06:50:52 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015