“দক্ষিণ আফ্রিকায় - TopicsExpress



          

“দক্ষিণ আফ্রিকায় অবস্থানকালীন আমি মুসলিম ভাইদের সংস্পর্শে আসি; তথায় আমি তাদের অভ্যাস, চিন্তাধারা ও তাদের উচ্চাকাঙ্ক্ষা সম্পর্কে অবহিত হওয়ার সুযোগ লাভ করি। হযরত মুহাম্মদ (সা.) ছিলেন মহান নবী। তিনি ছিলেন সাহসী এবং একমাত্র আল্লাহ ছাড়া কাউকে তিনি ভয় করেননি। কখনো তাঁর কথা ও কাজের অমিল খুঁজে পাওয়া যায়নি। তিনি তাঁর উপলব্ধি অনুসারে কর্ম সম্পাদন করতেন। এ মহান নবী ছিলেন একজন ফকির, তিনি ইচ্ছে করলে বিস্তর বিত্ত-বৈভবের মালিক হতে পারতেন। আমি যখন তাঁর নিজের, তাঁর পরিবার বর্গের এবং সাহাবীদের প্রাচুর্যের স্বল্পতা ও ক্লেশপূর্ণ জীবনাচার স্বেচ্ছায় সহ্য করে যাওয়ার কাহিনী অধ্যয়ন করি আমার চোখ তখন অশ্রুসজল হয়ে উঠে। আমার মত একজন সাধারণ সত্যসন্ধানী কী করে এমন এক ব্যক্তিত্বের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করি, যার চিন্তা- চেতনা নিরন্তরভাবে আল্লাহর প্রতি নিবদ্ধ, যিনি খোদাভীতির পথে পরিচালিত এবং পুরো মানবজাতির জন্য রয়েছে যার সীমাহীন সহানুভূতি। হযরত মুহাম্মদ (সা.)-এর বাণীগুচ্ছ জ্ঞানের এক রত্নভান্ডার, কেবল মুসলমানদের জন্য নয় বরং পুরো বিশ্ববাসীর জন্য।” (মোহন দাশ করম চাঁদ গান্ধী) সূত্র : Jyoti K. Grewal, Mohandas Karamchand Gandhi: A Human for All Times, Professor of History, College of Arts and Sciences, Zayed University Abu Dhabi/Dubai. United Arab Emirates; Syed Ashraf Ali, Gandhi and Islam,
Posted on: Fri, 09 Aug 2013 01:35:51 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015