দুই মাস আগের ঘটনা । ছুটি - TopicsExpress



          

দুই মাস আগের ঘটনা । ছুটি শেষে ঢাকায় ফিরছিলাম । বরাবরের মতই বাসে আমার পাসের সিটে সহযাত্রী হিসেবে ছিলো এক মেয়ে । বেশ সুন্দরী । অনেক ভাব নিয়েই বসে ছিল তো কে যায় ওকে পাত্তা দিতে । আমি আমার মত বসে কানে হেডফোন গুঁজে গান শুনছিলাম । কিছুক্ষণ পরে মেয়েটা নীরবতা সহ্য করতে না পেরে বলে উঠল “ কোথায় যাবেন?” আমি বললাম “ ঢাকা “ । আচ্ছা... কিছুক্ষণ পরে আবার প্রশ্ন “ আপনি কীসে পরেন ? ” আমি বললাম “.........” এ... আপনি ? মেয়েটি বলল “আমি ঢাকা মেডিকেল এ পড়ি ” বাহ !! ভালই তো, আমি বললাম । কিছুক্ষণ পরে বললাম “আপনি প্রফ দিয়েছেন ? “ মেয়েটি আমার দিকে শূন্য দৃষ্টিতে তাকিয়ে বলল “ প্রফ মানে ? ” আমি সাথে সাথেই বুঝে গেলামএ মেয়ে আমার সাথে পুরাই চাপার উপর আছে । মেডিকেল এ পরে কিন্তু প্রফ কি তা জানে না এমন পাবলিক জীবনে প্রথম দেখার সুযোগ পেয়ে বেপুক বিনোদিত হইলাম । তো কিছুক্ষণ পরে আমি তাকে আবার জিজ্ঞাসা করলাম “মেডিকেল এ আপনাদের 1st ইয়ার এর টাইম কতবসর ? মেয়ে বলে ৬ মাস !!!! এই কথা শুইনা একবার মনে হইলো বাস থিকা লাফ দেই । কিন্তু দিলাম না কারন মেয়েটির কথায় মজা পাচ্ছিলাম । আমি আবার বললাম “ আপনাদের 1st ইয়ার এ কয়টা সাবজেক্ট ? মেয়ে বলে৮ তা !! । পুরাই লুল । আমি আর এক ধাপ আগাইয়া বললাম “ আচ্ছা আপনাদের এনাটমি তে নাকি RCT ( Root Canal Treatment ) আর GIC নামে একটা চ্যাপ্টার আছে যেইটা অনেক কঠিন ? মেয়ে বলে “ জি অনেক কঠিন, কেউ পরতে চায় না কিন্তু আমি পরেছি” । বাপরে বাপ, আমার হাত পা কাপাকাপি শুরু হইয়া গেল । এই মেয়ে GIC ( গ্লাস আয়নমার সিমেন্ট ) এনাটমি তে ক্যামনে পাইল আল্লাহ মালুম। কথা বার্তার এই পর্যায়ে আইসা মনে পইরা গেল আইটেম এর কথা । আমি কইলাম আপনে আইটেম দেন ? “ জি আইটেম মানে ? “ আমি কইলাম “ অই যে ছুডু ছুডু পরীক্ষা” মেয়ে বলে “ জি জি আমি ক্লাস টেস্ট দেই !!!!! হাউ ফানি !! এই পর্যায়ে আইসাবিরক্ত লাগলো । মেডিকেল এর “ম” ও জানে না আবার নাম ফাটায় মেডিকেল এ পরে, তাও আবার ঢাকা মেডিকেল । ইতিমদ্ধেই তার মোবাইল এ শত শত ছেলের ফোন আসা যাওয়া করতেছে । বুঝলাম অইসব ছেলের কাছে এই মেয়ে মেডিকেল এ পরি পরিচয় দিয়ে নিজের ফাঁদে ফেলেছে । ঘৃণায় ভরে উঠল মনটা । সারা রাস্তা আর কোন কথা বললাম না । সে কয়েকবার চেষ্টা করল জমানর কিন্তু আমি আগ্রহ দেখালাম না । বাস মহাখালী তে আসলে সে যখন নামবে তখন আমি আস্তে করে তাকে বললাম “ আমি আপনাকে কিছু বলতে চাই” মেয়ের মুখে একটা হাসি দিয়েবলল “ বলো“ আমি তখন তাকে আমার নিজের পরিচয়টা ভালভাবে দিলাম ।দেওয়ার পর সে মাথা নিছু করে ফেলল । মাথা নিছু করে মেয়েতি চলে যাওয়ার আগে আমিতাকে বললাম “ দয়া করে সবার সামনে এমন মিথ্যা পরিচয় দিবেন না যে আপনি মেডিকেল এ পরেন । আমি আপনাকে কিছুই বললাম না কিন্তু অন্য কেউ থাকলে আপনি আরও কঠিন অপমানের স্বীকার হতে পারতেন “ মেয়েটি কিছু না বলে মাথা নিছু করে চলে গেলো । আমিও আমার গন্তব্বের দিকে হাটা ধরলাম । লিখা#শিশু বিড়াল
Posted on: Wed, 26 Jun 2013 07:52:13 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015