দুর্নীতি এ দেশের জাতীয় - TopicsExpress



          

দুর্নীতি এ দেশের জাতীয় সম্পদ, রাজনীতির গৌরবময় অলংকার। এখানে দুর্নীতি হয় হাটে মাঠে ঘাটে,গোসলখানায়, কবরখানায়, হাসপাতালে, সংসদে, উচ্চ আদালতে, মন্দির মসজিদে, বিদ্যুৎ, গ্যাস, পানি আর মলমূত্র নিস্কাশনের অলিগলিতে। জাতীয় সংসদের ৩৩০ সদস্য আর মন্ত্রী প্রধানমন্ত্রীদের কালো সম্পদ একত্রিত করলে পদ্মা সেতুর মত দশ সেতু নির্মাণ সম্ভব, এতটাই শক্তিশালী এ দেশের দুর্নীতির ভিত্তি। চাইলে এক সামিট গ্রুপের পক্ষেই সম্ভব বিশ্বব্যাংককে বুড়ো আংগুল দেখিয়ে পদ্মার বুকে বিশাল বিশাল সেতু নির্মাণ করা।
Posted on: Wed, 10 Jul 2013 22:25:54 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015