নিউজ ফিডে..... শুধুই দেখি।। - TopicsExpress



          

নিউজ ফিডে..... শুধুই দেখি।। দুঃখ।।কষ্ট।।হতাশা......!! আমি ঠিক বুঝতে পারছি না, BUET-ই কি জীবনের সব কিছু নাকি?? হ্যাঁ, অনেকেরই স্বপ্ন এই প্রতিষ্ঠান এ পড়ার। ছোটোবেলা থেকেই আমার নিজেরও একটা স্বপ্ন ছিল আমি কম্পিউটার ইঞ্জিনিয়ার হবো, বুয়েটে পড়বো। কিন্তু, আমার সে সুযোগ নেই। সুযোগ নেই না বলে উচিৎ ছিল সুযোগ পেলাম না বলা। কিন্তু, সুযোগ নেই এটাই ঠিক আছে। কারণ, স্বপ্নটা অনেক আগেই ক্ষীণ হয়ে গেছে। নতুন নতুন স্বপ্নমেঘরা ভিড় জমিয়েছে আমার আকাশটাতে। স্বপ্ন দেখছি প্রতিদিন নতুন করে। কখনও মনে হচ্ছে, আমি ভালো ছবি তুলতে পারি; ফটোগ্রাফির প্যাশন আছে, সাথে জার্নালিজমের প্রতি একটু দুর্বলতা তো আছেই। এই এতোটুকু সম্বল নিয়ে যদি এগিয়ে যাই, হয়তো কোনো একদিন বড় কোনো জার্নালিস্ট হয়ে যেতেও পারি। এটলিস্ট মন থেকে কাজ করতে পারবো। মানুষের মনকে বুঝতে চাই মাঝে মাঝে। মনে হয়, আমার সামনে যে মানুষটা আছে তার মনকে যদি পড়তে পারতাম; কি দারুণই না হতো! আর ডিপ্রেশনের প্রতি অন্যজগতের এক অজানা অনুভূতি কাজ করে। একে যদি সার্জারি করে দেখতে পারতাম, একটা আলাদা প্রশান্তি পেতাম। হুম, আমি জানি, হয়তো বর্তমান যুগে সবাই ডাক্তার-ইঞ্জিনিয়ারদের কদর করে। কিন্তু, জার্নালিজম কিংবা মনোবিজ্ঞান পড়ে আমি যে শান্তি পাবো, তা বুয়েট-মেডিক্যালে পড়ে পাবো না। আর এই প্রতিযোগিতার ভিড়ে, নিজেকে অনেক আগেই হারিয়ে ফেলেছি। তাই এই প্রতিযোগিতা থেকে বেরিয়ে যেতে চাইছি। আমাদের এই শিক্ষাব্যাবস্থার সাথে আমার মানিয়ে নেয়া সম্ভব নয়। মানুষের মনকে বুঝে অথবা ছবি তুলেই যদি সামান্যতম শান্তি মেলে; তবে আমি ওটুকুতেই সন্তুষ্ট। কি দরকার ভাই, বুয়েট-মেডিক্যালের হাতেগোনা কয়টা সিট নিয়ে মারামারি করার!! আর এইযুদ্ধে জয়ী হওয়াই তো শেষ না। ভর্তি হবার পর, আবার CGPA হিসেব কষতে কষতে জীবনটা ত্যানাত্যানা করতে হবে। আমার মনে হয় নিজের মনের শান্তিটাই বড়। আমি যেখানেই পড়ি না কেনো, CGPA হিসেব না করে এই সামান্য শান্তির হিসেবই কষব!! এমন অনেকে আছে যারা সত্যিই ডাক্তার-ইঞ্জিনিয়ার হতে চায়, মন থেকেই চায়। তাদের বলছি, বুয়েট-ডিএমছি ছাড়াও আরও অনেক প্রতিষ্ঠান আছে। যদি ইচ্ছে থাকে তবে যেকোনো জায়গা থেকে পড়েও ভালো অবস্থানে যাওয়া যায়। বর্তমানে, Mozilla firefox-এর একমাত্র রিপ্রেসেন্টটেটিভ এন্ড মার্কেটিং অ্যামবাস্যাডর কে জানো?? তানহা ইসলাম। সে তার যোগ্যতা দিয়েই ওই পজিশনটা পেয়েছে, সে নর্থ-সাউথ ইউনিভার্সিটিতে পড়ছে। বুয়েট থেকেই যে সবাই গুগল-মজিলার রিপ্রেসেন্টটেটিভ হয় তা কিন্তু নয়। ভালো করতে চাইলে ইচ্ছেটাই জরুরী, প্রতিষ্ঠান জরুরী নয়। তাই বলছি, মন যা বলে তাই করো। যে বিষয়টা নিয়ে পড়ার ইচ্ছে আছে, সেটা নিয়ে পড়; জীবনে অনেক দূর যেতে পারবে। মনে রেখ, তোমার কাছে তোমার জীবনটা গুরুত্বপূর্ণ; কোনো প্রতিষ্ঠান নয়। এসব কিছুরপরও বাস্তবতাটা সত্যিই রুঢ়। মা-বাবা চাইবে তার সন্তান ভালো প্রতিষ্ঠানে পড়ুক। প্রেমিকা চাইবে তার প্রেমিকের ফেইসবুক প্রোফাইলে বুয়েট নামটা থাকুক। এবিষয়ে বলার কিচ্ছু নেই। প্রতিযোগিতা ছিল, আছে, থাকবে। এর মাঝেই বেঁচে থাকতে হবে; জীবনটা এভাবেই চলতে থাকবে.....মাঝ থেকে কিছু শান্তি কুড়িয়ে নিতে হবে এই আর কি...!! পৃথিবীতে পা দিয়েই আমাকে শুনতে হলো ছুটতে থাকো আমি পেছনে ঘুরে দেখার চেষ্টা করি নি কে দিলো এই নির্দেশ আমি ছুটতে থাকি না বুঝে এবং না ভেবে মাঝে মাঝে ক্লান্ত হয়ে একটু থামি তারপর আবার ছুটতে থাকি একা অথবা কখনো একা এবং কয়েকজন। সন্ধ্যে হয়ে এলো, পা আর চলে না তাই থেমে যাই মনে প্রশ্ন এলো আমি কেন ছুটছি এভাবে? প্রশ্নের উত্তর পাবার আগেই পুনরায় যাত্রার প্রস্তুতি নিতে হলো আমি আবার ছুটতে শুরু করলাম ছুটতে ছুটতে বুঝতে পারলাম সম্পূর্ণ অর্থহীন এই যাত্রা বুঝতে বুঝতে পিছিয়ে পড়লাম প্রতিযোগিতায় পেছনে দাঁড়িয়ে আমি এক প্রথাবিরোধী অবাক হয়ে এখনো ভাবি পৃথিবীতে এসেই কেন প্রতিযোগী হতে হয়! কবিতা ক্রেডিট- ফারাহ্‌ মাহমুদ সবশেষে, আমার আশে পাশে যারা এই যুদ্ধে জয়ী হয়েছো, তাদের অভিনন্দন জানাই!! আর যারা পরাজিত, ভাবছো সব শেষ, তাদের যা বলার তা তো বলেই দিয়েছি। জীবনটা কেবল শুরু, সামনে হয়তো আরও বড় কিছু অপেক্ষা করছে তোমার জন্য...!! প্রান্তিকে, নাফিস, আলামিন, Rafid, Tanvir.........তোদের জন্যই পোস্টটা লেখা...!! #বেশি_বড়_হইয়া_গেছি_মুনে_হয়_:P
Posted on: Wed, 13 Nov 2013 15:52:22 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015