নেকাবের রেফারেন্স কী - TopicsExpress



          

নেকাবের রেফারেন্স কী ?? ভাই একটু ধৈর্যের সাথে পড়ুন>>>>হিজাব মানে প্রচলিত গোলপাঠ বিশিষ্ট মেয়েদের ওড়না নয় বা বোরখার নাম নয় ।হিজাব মানে আবরন,ঢাকা,পর্দা।এককথায় ইসলামের নির্দেশনা অনুযায়ী মেয়েরা নিজেদের শরীর ঢেকে রাখাকেই হিজাব বলে। জ্ঞানীদের জন্য জবাব এখানেই বিদ্যমান আছে। পবিত্র কুরআনের সূরা আহযাবের ৫৯ নং আয়াতে আল্লাহ বলেন,হে নবী! আপনি আপনার স্ত্রীগণকে,কন্যাগণকে ও মুমিন নারীদেরকেবলুন,তারা যেন জিলবাবের(বড় চাদর) অংশ নিজেদের (চেহারার) উপর ঝুলিয়েদেয়। এটা তারা সম্ভ্রান্ত বলে চেনার অতি নিকটবর্তী। ফলে তারা নিপীড়নের (ইভটিজিং) শিকার হবেনা।আল্লাহ ক্ষমাশীল ও পরম দয়ালু। উক্ত আয়াতের ব্যাখ্যায় শ্রেষ্ট মুফাস্সির আব্দুল্লাহ ইবনে আব্বাছ (রাঃ) বলেন,আল্লার নির্দেশের ভাবার্থ হল,মেয়েরা প্রয়োজনে বের হলে (জিলবাব)বড়চাদর দিয়ে মুখ আবৃত করবে।আর পথচলার জন্য শুধু একচোখ খুলা রাখবে।--ফাতহুল বারী। মহিলা সাহাবিয়াদের কথা বুখারী ও মুসলিম শরীফে আছে,রাসুলের (সাঃ) সাথে ফজরের নামাজে শরীক হওয়ার জন্য কিছু মুমিনা নারী চাদরে নিজের সম্পুর্ন শরীর আবৃত করে আসতেন।কিন্ত চেহারাবৃত থাকায় কেউ তাদের চিনতনা। তদ্রুপ চার মাজহাবের ঈমামগণসহ সকল হক্কানী উলামা এবিষয়ে একমত।কারো কোন দ্বিমত নেই। উল্লেখ্য>>আগেকার যুগে মেয়েরা বড়চাদর ব্যবহার করতেন। এখন যুগের বিবর্তনে আধুনিক স্টাইলে বোরখা-নেকাব ই পর্দার জন্য শ্রেয়। ভাই! কুরআনের নির্দেশের চেয়ে বড় কোন দলীল হতে পারেনা।তারপর ও বলুন তো ভাই,পরপুরুষের সামনে নারীদের সৌন্দর্যতা প্রকাশ সম্পুর্ন নিষেধ থাকা সত্তেও তাদের অন্যতম আকর্ষনীয় অঙ্গ চেহারাকে খুলার বৈধতা হয় কোন যুক্তিতে ??? অথচ চেহারা হল সৌন্দর্যের কেন্দ্রিবিন্দু,যার ভিত্তিতে তার রুপ- সৌন্দর্যের মূল্যায়ন হয়। এতসবের পর যিনি নারীদের চেহারা খোলা রাখার পক্ষে কথা বলবেন,তাকে বিভ্রান্তি সৃষটিক কী বলা যেতে পারে ??? #আরিফ
Posted on: Fri, 27 Sep 2013 05:14:34 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015