নোকিয়া মোবাইল সেটের - TopicsExpress



          

নোকিয়া মোবাইল সেটের কিছু সমস্যা ও করণীয় । মোবাইল ফোন আমাদের নিত্য দরকারি একটি জিনিস তাই এর নিয়মিত রক্ষণা-বেক্ষন করা দরকার।মোবাইল ফোন বর্তমানে সার্বক্ষণিকভাবে আমাদরে পরিবার আত্মীয় স্বজনদের সঙ্গে সংযুক্তকরে রেখেছে। আর তাই হঠাৎকরে যদি বিকল হয়ে যায় আপনার সামান্য অবহেলায় আপনারই অতি আপন প্রিয় মোবাইল ফোনটি তাহলে শিকার হতে হয় নানা সমস্যার। আপনি এই ভাবে যদি কাজ করতে পারেন তবে ১০০% আপনার মোবাইল অনেকদিন টিকবে একথা নিশ্চিত। তাই মোবাইল ফোন সেটটি কিভাবে যত্ন নেয়া যায় তার কিছু টিপস দেয়া হলো।* মোবাইল ফোন এবং এর চার্জারটি একই ব্র্যান্ডের ব্যবহার করা উচিত। কেননা প্রত্যেক ফোনের জন্য আলাদা আলাদা চার্জার তৈরি করা হয় ফোনের চার্জ গ্রহণের ওপর ভিত্তি করে।* দিনে একটি নির্দিষ্ট সময়ে আপনার মোবাইল ফোনটির চার্জিং সময় নিরর্ধারণ করা প্রয়োজন। কেননা অল্প অল্প করে বারবার চার্জ দেয়া ঠিক নয়। এতে ফোনের ব্যাটারি নষ্ট হয়ে যাবে।* মোবাইল ফোনের ডিসপেস্ন স্ক্রিনে আপনার ফোনটি চার্জ নিচ্ছে কিনা তা প্রদর্শন করছে কিনা ভালভাবে লৰ্য করুন।* মোবাইল ফোনটি ব্যবহার করতে গিয়ে যদি আপনার হাত থেকে পড়ে যায় তাহলে সাথে সাথে মোবাইল ফোনটি বন্ধ করম্নন এবং আবার তা সচল করুন।* কোন কারণে যদি আপনার মোবাইল ফোন পানিতে ভিজে যায় তাহলে বুঝা মাত্রই মোবাইল ফোন সেট থেকে ব্যাটারি আলাদা করে নিন এবং সূর্যের তাপে শুকিয়ে নিন। যত তাড়াতাড়ি সম্ভব মোবাইল সার্ভিসিং কেন্দ্রে যাওয়া উচিত। করব।download (1)========================== *মোবাইল সেটে ২ ধরনের সমস্যা হয় । সমস্যা ১ : সফটওয়্যার জনিতসমস্যা : ২ হার্ডওয়্যার জনিত।বিশ্বখ্যাত ব্রান্ড নকিয়ার স্যাম্বিয়ান সেট গুলোর ৯০% সমস্যা হয় সফটওয়্যার জনিত, সফটওয়্যার জনিত সমস্যাযেমন আপনার সেটটি দিন দিন স্লো হয়ে যাচ্ছে । সেটটিতে ঠিকমত মিউজিক বা ভিডিও প্লে হচ্ছে না। সেটটি প্রায় হ্যাং হয়ে যায় । সেটটি ষ্টার্টআপ এ এসে বন্ধ হয়ে যায় ইত্যাদি । এক্ষেত্রে আপনি প্রথমে সেটের মেমোরী খুলে ফরম্যাট করে ফেলুন । তারপরে সেটটি রি-ষ্টোর করুন (ম্যানুয়ালী) এতে যদি কাজ না হয়। *#7780# চাপুন এতে যদি কাজ না হয় সবশেষে সেটটি বন্ধ করে *৩এবং সেন্ট বাটন এক সাথে চেপে ধরে পাওয়ার চাপুন । পাওয়ার আসার পরেও *৩এবং সেন্ট এই ৩টি বাটন ধরে রাখবেন যতক্ষন না আপনার সেটটি পরিপুর্ণ ভাবে চালু না হয় ।
Posted on: Fri, 19 Jul 2013 17:45:08 +0000

Trending Topics



(Contact Ashley Sarah) our paid
Uh-u-u-u... The person that you were has died Youve lost the
Most are unhappy with my comments on #TB Joshua #Lesego Daniel &
so a crow came to me and told me a secret and he made me swear to
In the U.A.E., as elsewhere in the region, the kafala system ties

Recently Viewed Topics




© 2015