নিজের কথা বলছি প্লীজ - TopicsExpress



          

নিজের কথা বলছি প্লীজ পড়ুন ==== ১।হেফাজতে ইসলাম আমার মাথা। ২।চরমোনাই আমার কলিজা। ৩।ইসলামি ঐক্য আমার সর্বঅঙ্গ। ৪।তাবলীগ আমার আপ্তা। বন্ধুগণ! কসম করে বলছি, এতোটুকু ভালোবাসা নিয়েই আমার পথ চলা। অথচঃ আমিও পারিনি নিজেকে সমালোচকদের হাত থেকে মুক্ত রাখতে। কেন সমালোচনা করে জানো?? আমি নারী নেতৃত্বকে ঘৃণা করি, আর এটাই হলো আমার অপরাধ! সমালোচনা করছে কারা জানো? উপরুক্ত দল সমুহের অনুসারী বন্ধুরাই। যখন নারী নেতৃত্বের বিরুদ্ধে বলি, একপক্ষ বলে চরমোনাইর দালাল। যখন হেফাজতের মধ্যে লুকিয়ে থাকা নারী নেতৃত্বে অনুসারীদের বিরুদ্ধে বলি, একপক্ষ বলে তুই ঐক্য ধ্বংশকারী। যখন চরমোনাইর দলে লুকিয়ে থাকা গালিবাজদের বিরুদ্ধে বলি, একপক্ষ বলে তুই রাজাকার। যখন তাবলীগি ভাইদেরকে পরামর্শের অনুকুলে বলি ভাই গীবত থেকে নিজেকে হফাজত করো, আরেক পক্ষ বলে তুই আহলে হাদীস অথবা ওলামা লীগ। মুলতঃ আমার অঙ্গেপ্রত্বঙ্গেই মিষে আছে দাওয়াতে তাবলীগ। অথচঃ তোমরা যারা মিথ্যে ধারনা থেকে আমাকে অভিযুক্ত করে বিভিন্ন অপবাদ দিচ্ছো! তোমরা কি ভুলেগেছো, আল্লাহর হাবীব বলেছেন যে, ধারনা করে কথা বলা মিথ্যার সামীল! আর মিথ্যা,ও গালী, মুনাফিকের কর্ম? আল্লাহ সবাইকে তাকওয়া দান করুন। আমিন।
Posted on: Thu, 05 Sep 2013 09:57:28 +0000

Recently Viewed Topics




© 2015