নীরব রাতের মতো শান্ত - TopicsExpress



          

নীরব রাতের মতো শান্ত নয়...... ঘুমিয়ে পড়া কোন পথিকের মতো ...... মিথ্যে কুয়াশা...... ঢেকে থাকা কোন অজানা নয়...... কিছুটা প্রেমময়...... বাকিটা অভিনয়............ জীবন যেন ভালোবাসার কোলাহল...... জীবন যেন ভাললাগায় অবিচল............ ঝড়ের আকাশের মতো রুক্ষ নয়...... ফিরে আসা ব্যর্থতার মতো...... শুধু হতাশা......... উড়ে যাওয়া কোন পাখি নয়...... বেদনার মতো এতো স্তব্ধ নয়......... হারানো প্রিয়ার ছলনার মতো...... মিথ্যার আলোয়...... বয়ে চলা কোন পরিণয়............ কিছুটা প্রেমময়...... বাকিটা অভিনয়............ জীবন যেন ভালোবাসার কোলাহল...... জীবন যেন ভাললাগায় অবিচল............ আঁধারের মতো এতো চিহ্ন নয়......... ঘৃণার চাদরে...... ভেজা আবেগের মতো...... নিসঙ্গতায়...... এগিয়ে চলা কোন পথ নয়...... ঝড়ো বাতাসে ওড়া পাতা নয়......... মরুভূমির চোরাবালিতে...... মরু পথিকের ডুবে যাওয়া কোন নিশানা নয়............... কিছুটা প্রেমময়...... বাকিটা অভিনয়............ জীবন যেন ভালোবাসার কোলাহল...... জীবন যেন ভাললাগায় অবিচল............ Thanks to Vikings Vikings was a Bangladeshi Hard Rock band. The band came into lime light when it won first Benson & Hedges Star Search 1999 competition. Vikings proved that they were the best ever metal band after Warfaze in BD. The band had no activities for a long time. Now they are working for 7 songs of a movie RUN OUT. Hope they will come back again on stage. Line up: Tonmoy - Lead Vocal Setu - Lead Guitar/ Vocal Jony - Bass Guitar Babu - Keyboard Saymon - Drums
Posted on: Sun, 17 Aug 2014 07:24:28 +0000

Recently Viewed Topics




© 2015