নাস্তিক ভাইয়েদের একটা - TopicsExpress



          

নাস্তিক ভাইয়েদের একটা যুক্তিমূলক প্রশ্ন পাইলাম, তারা বলল পৃথিবীর কিছু মেরুতে এমন অঞ্চল আছে, যেখানে ৬ মাস রাত আর ৬ মাস দিন থাকে!! সেখানে লোকজন কিভাবে রোজা রাখবে!!? প্রথম কথা হল, পৃথিবীর মেরুস্থ স্থলভাগ এন্টার্কটিকা মহাদেশেও ৬ মাস দিন/রাত চলে না!! কিছু অঞ্চল আছে যেখানে এরূপ হয়, তবে সেখানে কোন জনবসতিই নাই!! কেননা ৬ মাস আলো না থাকলে সেখানে উদ্ভিদের কি অবস্থা হপে সেইটা যেকোন এইট পাশ পোলাও জানে!! দ্বিতীয়ত, মেরু অঞ্চলে যদি ৬ মাস রাত থাকে সেখানে বরফের পাহাড় হৈয়া যাপে, আর বাকি ৬ মাস যদি সূর্যালোকের উপস্থিতি থাকে তাহলে সেখানে বরফ গলনের ফলে আরেকটি মহাসাগর সৃষ্টি হপে!! এসব অসুবিধার কারণেই, এসব অঞ্চল মানুষের বসবাসের অযোগ্য!! আর এখন পর্যন্ত এমন কোন অঞ্চলে মানুষ আছে বলে আমার জানা নেই!! আমি আবারও বলছি, আমার জানা নেই!! এই রমজানে সর্বোচ্চ দিনের স্থায়িত্বকাল হল লন্ডনে ১৮ ঘন্টা ২০ মিনিট! ***তাও যুক্তির খাতিরে ধরে নেই, এরূপ কোন মেরু অঞ্চল আছে যেখানে ৬ মাস দিন/রাত, আর সেখানে নাস্তিক সাহেপ জনবসতি গড়ে তুললেন(হয়ত আমার অজানা)!! সেক্ষেত্রেও শরীয়াহ কখনোই অসম্পূর্ণ না!! কেননা ইসলামী শরীয়ায় আছে "ইজমা"!! যা দ্বারা যুগের সাথে আগত নিত্যনতুন সমস্যার সমাধান আলেমগণের সম্মতিক্রমে সমাধান করা যায়!! এটি ইসলামী শরিয়াহর তৃতীয় উৎস!! সুতরাং যদিও এরূপ কোন যায়গায় কোন জনবসতি থাকে, কিংবা ভবিষ্যতে কখনো গড়েও ওঠে, তাহলে তাদের নামাজের সময়/রোজার সময়/দিন/মাস/বছর ঘড়ির সময়ভিত্তিক নির্ধারণ করতে হপে!! এতদ্বারা আবারও প্রমাণিত হয়, যত আজগুবি সমস্যাই উদ্ভব হোক না কেন, ইসলামী শরীয়াহ সর্বদাই সম্পূর্ণ, সমস্যার সমাধান প্রদান করতে!
Posted on: Thu, 11 Jul 2013 10:15:21 +0000

Trending Topics



="margin-left:0px; min-height:30px;"> ★ NOW RECRUITING for FRESHERS 2013 and beyond ..! ► FREE
OK, first the news as Louise Penny released it on Facebook today.
SALES Kitchenaid Blender Jar on SALES 2015 If you are search
Check Point - CPSB-NGTP-XL-1Y - Next Generation Threat Prevention

Recently Viewed Topics




© 2015