নব শালবন বিহারের জন্য - TopicsExpress



          

নব শালবন বিহারের জন্য ভ্রাতৃপ্রতিম দেশ থাইল্যান্ডের একটি বৌদ্ধ ধর্মীয় ফাউন্ডেশনের পক্ষ থেকে দান করা হয় ধাতব পদার্থে তৈরি ৩০ ফুট উঁচু ও ৬ টন ওজনের দণ্ডায়মান বুদ্ধমূর্তি। বুদ্ধমূর্তিটি অনেক দূর থেকে দেখা যায় এমন দর্শনীয় স্থানে স্থাপন করা হয়েছে। এতে এ বিহারের নান্দনিক সৌন্দর্য অনেকগুণ বেড়ে গেছে এবং দেশ-বিদেশের পর্যটকদের পদচারণায় আরো মুখর হয়ে উঠেছে নবশালবন বিহার ও আশপাশের দর্শনীয় এলাকা। নব শালবন বিহারে সেই ৩০ ফুট উচ্চতার দণ্ডায়মান বুদ্ধমূর্তি স্থাপনের ভিডিওচিত্রটি দেখুন এবং শেয়ার করে অন্যকেও দেখার সুযোগ করে দিয়ে নব শালবন বিহারের কৃষ্টি, ঐতিহ্য ছড়িয়ে দিন...
Posted on: Sat, 20 Sep 2014 12:10:11 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015