নভেম্বর ১৫, ২০১৪ - TopicsExpress



          

নভেম্বর ১৫, ২০১৪ খ্রী: ফিরে দেখা আজ সেই ভয়াল ১৫ ই নভেম্বর!!! সংবাদ নড়াগাতী ডেস্ক রিপোর্ট :আজ সেই ভয়াল ১৫ ই নভেম্বর! ২০০৭ সালের এই দিনে বাংলাদেশের দক্ষিণ উপকূলে আছড়ে পরে super cyclone sidr যা এই শতাব্দীর সারা ঘুির্নঝড় নামে খ্যাত, ইংরেজীতে এই ঝড়কে very severe cyclonic storm sidr বলাহয়। ক্যাটেগরি ৫ মানের এই ঝড় যখন বাংলাদেশের উপকূলে আঘাত হানে তখন এর গতিবেগ ছিলো ঘন্টায় প্রায় ২৬০ কি.মি. যা দমকা ও ঝড়ো হাওয়া আকারে ঘন্টায় প্রায় ৩০৫ কি.মি.পর্যন্ত বৃদ্ধি পায়, এটি ১৫ ই নভেম্বর সন্ধায় বাগেরহাট, বরগুনা, ভোলা, বরিশাল সহ বাংলাদেশের ১১ টি উপকূলিয় জেলার উপর ভয়ানক ভাবে আছড়ে পরে, ১৬ ই নভেম্বর বিকাল পর্যন্ত সরকারি হিসেবে প্রায় ২২১৭ জন মানুষের প্রানহাণির খবর পাওয়া যায়, তবে বাস্তব হল হই ঝড়ে প্রানহাণি হয় আরও অনেক নিখোঁজ হয় প্রায় ১০ হাজার আহত অগনিত, ঘরবাড়ি ধংস হয় প্রায় ৯ লক্ষ্য ৬৮ হাজার, প্রায় ২১ হাজার হেক্টর জমির ফসল পুরোপুরি নস্ট হয় প্রায় ২ লক্ষ্য ৪২ হাজার গৃহপালিত পশু পাখির মৃত্যু হয়, এই ঝড়ে সবচেয়ে বেশী খতি হয় বাগেরহাটের শরনখোলা উপজেলা, এই ঝড়টি এতটা শক্তিশালী ছিলো যে সন্ধ্যা ৭ টায় বাংলাদেশের উপকূলে আঘাত হেনে রাত ৩ টায় মাত্র ৮ ঘন্টায় বাংলাদেশের বখ্য বিদির্ন করে সিলেট হয়ে বের হয়েযায়। আমরা সেই দিনের নিহতদের আত্মার মাগফিরাত কামনা করছি মহান আল্লাহর কাছে। “ধন্যবাদ” পারভেজ আহমেদ পলাশ, এম এস এস প্রথম বর্ষ সরকারি বঙ্গবন্ধু কলেজ গোপালগঞ্জ
Posted on: Sat, 15 Nov 2014 05:00:40 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015