নয়নতারা ফুল সদাবাহার, - TopicsExpress



          

নয়নতারা ফুল সদাবাহার, সদাপুষ্পা, নিত্যকল্যাণী, গুলে কুরইয়াতুল-আঈন, Madagascar periwinkle, Cape periwinkle, periwinkle, sadabahar, sadaphuli, sadasuhagi, sadsuhagan ইত্যাদি নামেও পরিচিত । বৈজ্ঞানিক নাম- Catharanthus roseus (Syn- Vinca rosea). নয়নতারা অত্যন্ত পরিচিত একটি ফুল এবং যত্রতত্র বিনা যত্নে জন্মে । সারা বছরই ফুল ফোটে এবং বিভিন্ন রঙের ফুল দেখা যায় যেমন- সাদা, গোলাপী, বেগুনী, লাল ইত্যাদি । পাঁপড়ির আকার, রঙ, পাঁপড়ির মধ্যস্থ চক্রের রঙ ইত্যাদি ভেদে নয়ন তারার সৌন্দর্যের ভন্নতা হয় । এটি একটি গুল্মজাতীয় উদ্ভিদ । উচ্চতা সাধারণত ৭০-৮০ সেন্টিমিটার । পাতা ৫-৭ সেন্টি মিটার লম্বা । ভেষজ উদ্ভিদ হিসাবে নয়নতারার বিশেষ পরিচিতি আছে । নয়ন তারায় rutin, violin, salicylic acid আছে । নয়নতারা এন্টি-ইনফ্লামেটরি, এন্টি-এ্যালার্জিক, এন্টি-কোয়াগুলেটরি, এন্টি-রিউমেটিক ও ডার্মাটলজিকাল এজেন্ট হিসেবে কাজ করে । নয়নতারার ফুল, পাতা, মূলের রস মস্তিস্কে রক্ত সঞ্চালন বাড়ায়, উচ্চ রক্তচাপ সমস্যা, শ্বাসতন্ত্রের সমস্যা, কফ, পিত্ত, মূত্রবৃদ্ধি, ব্রঙ্কাইটিস, ক্রণিক ত্বকের সমস্যা, মাড়ির রোগে, শিরার অন্তঃস্থ রক্ত জমাট বাধা রোধে (thrombosis) উপকারে আসে ।
Posted on: Thu, 14 Aug 2014 15:50:29 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015