পাঁচটি খারাপ সময় - TopicsExpress



          

পাঁচটি খারাপ সময় আসার আগে পাঁচটি ভালো সময়কে কাজে লাগাও : ১. বুড়ো হবার আগে যৌবনের শক্তিকে, ২. অসুখ হবার আগে সুস্থ থাকার সময়কে, ৩. অভাব অনটন আসার আগে সচ্ছলতাকে, ৪. ব্যস্ত হয়ে পড়ার আগে অবসর সময়কে এবং ৫. মরণ আসার আগে জীবিত থাকার সময়কে। (তিরমিযী : আমর ইবনে মাইমুন রাঃ)
Posted on: Sun, 16 Nov 2014 05:09:52 +0000

Trending Topics



ustify My Love A confession one of
NEWS RELEASE: International Congress Music Groups Represent a
® Gud morning dosto ® जरा बुद्धीला
Wow this is amazing!!! My ten year old sons testimonial for

Recently Viewed Topics




© 2015