পাকিস্তানি ক্রিকেটার - TopicsExpress



          

পাকিস্তানি ক্রিকেটার সাইদ আনোয়ারের সান্নিদ্ধে কিছুক্ষন! কয়েক বছর যাবত সাইদ আনোয়ার টঙ্গি বিশ্ব ইজতেমায় নিয়মতই আসেন। ইজতেমার আগে পরে কিছু সময় দাওয়াতের মেহনতেও বের হন। দূর থেকে বেশ কয়েকবার দেখেছি।কিন্তু কাছে গিয়ে কথা বলার সুযোগ হয়নি।চলতি বছর ইজতেমাতেও তিনি আসেন।এবার নিয়াত করেছিলাম তার সাথে একান্তে সাক্ষাত করব। তাই সুযোগ খুজছিলাম কিভাবে দেখা করি।ইজতেমা চলাকালিন একদিন বিকালে তার জন্য নির্ধারিত কামরায় গেলাম দেখা করার জন্য।আমার সাথে আমার এক সাথিও ছিল। কিন্তু তাকে কামরায় পেলাম না। খুব হতাশ হলাম।দাড়িয়ে আছি আমরা দুজন।হটাত দেখলাম তিনি অজু করে তার কামরার দিকেই আসছেন।বুঝতে পারলাম দূর থেকে আমাদের দেখতে পেয়েছেন। খুব নার্ভাস লাগছিল।কামরার কাছে আসতেই আমরা সালাম দিলাম।আশ্চর্যজনক ভাবে মিষ্টি হাসি দিয়ে আমাদের সাথে মুসাফাহ করলেন। আমি লক্ষ করলাম তার বাম হাত ডান হাত থেকে কিছুটা ভিন্ন ধরনের।খুব বেশি খশখশে,কেমন যেন পোড়াপোড়া ভাব। আমার সাথিও বিষয়টা খেয়াল করতে পেরে প্রশ্ন করে বসলোঃ তোমার এই হাত এমন কিভাবে হয়েছে? প্রশ্ন শুনে তিনি একটুও বিরক্ত না হয়ে খুব সুন্দর মিষ্টি হাসি দিয়ে বললেনঃ দেখ আমি গ্লাভস পরে বাম হাতে ব্যাট চালাতে চালাতে হাতের এই অবস্থা। তারপর খুব বিনয়ের সাথে আমাদের থেকে বিদায় নিয়ে তিনি কামরায় ঢুকে পড়লেন।কেননা ততক্ষনে বাংলাদেশ জাতীয় দলের বেশ কয়েকজন ক্রিকেটার তার সাক্ষাতে অপেক্ষমান। আমি বিশ্বাস করতে পারছিলাম না যে এই মাত্র কার সাথে দেখা করলাম! কেননা যখন থেকে ক্রিকেট খেলাটা বুঝি তখন থেকেই সাইদ আনোয়ার আমার সবচেয়ে প্রিয় খেলোয়াড়! কখনো ভাবতেও পারিনি এতবড় মাপের একজন খেলোয়াড় যার পুরো ক্যারিয়ার জুড়েই এতো এতো বিশ্ব রেকর্ড!একসময় যিনি সারা পৃথিবীর বড় বড় বোলারের বলের উপর তার ব্যাটকে ছড়ির মত ঘুরিয়েছেন ক্রিকেট বিশ্ব যাকে ততদিন মনে রাখবে যতদিন ক্রিকেট নামক খেলাটি থাকবে,তার সান্নিধ্য লাভ করতে পারব! আসলে এ সবকিছুই সম্ভব হচ্ছে আজ দাওয়াত ও তাবলীগের মত এক সুমহান মেহনতের বিনিময়ে। মাঝে মাঝে ভাবি আল্লাহ্‌ এই মেহনত যদি না থাকতো আর এর ছিটাফোঁটা বুঝ হলেও যদি তুমি আমাকে না দিতে না জানি কতবড় গোমরাহির মাঝে লিপ্ত হতাম! Amar Bhai Sharif Ahmad
Posted on: Tue, 03 Sep 2013 03:15:22 +0000

Recently Viewed Topics




© 2015