পাবলিক টয়লেট এবং - TopicsExpress



          

পাবলিক টয়লেট এবং স্কুল- কলেজের টয়লেটের দেয়ালগুলো অনেকটা ফেসবুকের কাজ দেয়,ফেসবুকের নেশা মেটায়। একটা স্কুলের টয়লেটের দেয়ালে একজন লিখলো (স্টাটাস দিল); দয়া করে কেউ বাথরুমের দরজায় লিখবেন না। এরপর আরেকজন কমেন্ট করলো; ভাই,আপনি নিজেই তো দেয়ালে লিখলেন। আরেকজন লিখলো; টয়লেটের দরজায় লেখালিখি করলে ব্রেইন কমে যায়। আরেকজন লিখলো; আপনারা সবাই গাধা। সবাই ই তো দেয়ালে লিখলেন! আবার আরেকজনকে নিষেধ করছেন। আগে নিজে ভাল হন,পরে অন্যকে জ্ঞান দিবেন। এভাবে কমেন্ট পড়তেই থাকলো। আসলে কে যে কাকে জ্ঞান দিচ্ছে এটা বোঝাই দায়। সবাই মহাজ্ঞানী। এরপর রাবেয়া+রফিক, ছালেহা+ছামছু , রোকেয়া+রোকন আখি,তোমাকে ছাড়া বাচঁবো না। এই টাইপ স্টাটাস তো আছেই। এরপর যারা একটু শিক্ষিত ছাগল তারা লিখলো; Pinky is attacted with HIV Please let us know who is the real lover of you? @ Ira এরপর এসব লেখায় আবার কমেন্টও পড়ছে অনেক।বিভিন্ন রকম মজার কমেন্ট। তাই আমাদের যদি সদিচ্ছা থাকে তাহলেই আমরা পারি বাথরুমের দরজা গুলো white board দিয়ে বানিয়ে পাশে একটি মার্কারি ঝুলিয়ে রাখতে। তাহলে পোলাপান একটা ভিন্নধর্মী ফেসবুকের মজা পেত। যদিও এতে privacy একটু কম,যে কারো স্টাটাস,কমেন্ট যে কেউ মুছে দিবে। তাতে কি এমবি ছাড়া ফ্রীতে ফেবু তো চালানো যাচ্ছে
Posted on: Thu, 15 Jan 2015 06:27:04 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015