: পারফিউম, সৌরভ, সুগন্ধ - TopicsExpress



          

: পারফিউম, সৌরভ, সুগন্ধ নিয়ে আজ পর্যন্ত যতগুলো বিজ্ঞাপন দেখেছি সবগুলোতেই প্রায় দেখেছি পারফিউম বা পারফিউম রিলেটেড প্রোডাক্ট দেওয়ার পর মেয়েরা ছেলেদের উপর ঝাঁপিয়ে পড়ে। যেই ছেলে আগে মেয়েকে নূন্যতম পাত্তা দিতো না , পারফিউম রিলেটেড প্রোডাক্ট দেওয়ার পরে সেই ছেলে, মেয়েটার কাছে এসে মাছের মতো খাবি খেয়ে যাচ্ছে। :3 অর্থাৎ আজ পর্যন্ত সব বিজ্ঞাপনেই পারফিউম রিলেটেড প্রোডাক্ট এর মূলমন্ত্র ছিলো বিপরীত লিঙ্গকে প্রচন্ডভাবে কামনায় বা রূপে আকৃষ্ট করা। এতদিনের সেই ধারণা কে রীতিমত একপাশে ফেলে যখন Perfume Portrait কনসেপ্টে করা এই বিজ্ঞাপনটি দেখলাম আমি তখন সত্যিকার অর্থেই মুগ্ধ হলাম। প্রথমবার এই বিজ্ঞাপনটা দেখেই আমি শেষে একটা ধাক্কা খেয়েছিলাম। এরপর এতোই ভালো লেগেছিলো যে বেশ অনেকবার বিজ্ঞাপনটি দেখা হয়ে গিয়েছে। সৌন্দর্য প্রকাশের নতুন এই উপস্থাপন আমাকে বিমোহিত করেছে। এমনকি যে কোন ফটোগ্রাফারের জন্য এই বিজ্ঞাপনটি একটা নতুন ভাবনা সৃষ্টি করবে। Yes, i am convinced with the power of fragrance! (y) (y) (y) #LuxPerfumePortraits
Posted on: Sat, 24 Jan 2015 15:29:55 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015