পোস্টার কালারের বক্সটা - TopicsExpress



          

পোস্টার কালারের বক্সটা বের করতেই Upstair Common room এর গন্ধ পাচ্ছি। সেই পুরোন ৬ বছরের গন্ধ! খুবই পরিচিত এই গন্ধ। ঘুমের ঘোরে শুনতে পাচ্ছি TT ball এর শব্দ, আর পোলাপান কার পরে কে খেলবে সেটার লাইন ধরছে। খুব মজা করে টিটি খেলছে। আমি একটু পরে পুরো হাউজের কাছে সবচেয়ে খারাপ পোলা হয়ে যাব, কারন একটু পরেই আমি তাদের বলব দোস্ত টিটি বোর্ড ছাড়তে হবে, স্প্রের কাজ শুরু করব। জুনিওর ...ওই পোলা, তুমি এদিক আসো। নেট টা খোল। আর দুই পার্ট দুই কর্নারে রাখ। আর ক্লাস এইট কে বলবা আফটার প্রেপ এখানে গ্যাদার করতে ছবি আঁকছি। রাত বাড়ছে আর ক্যানভাস রঙ্গে রঙ্গে ভরে উঠছে। আর...... পুরনো স্মৃতি মনে পড়ছে। এই ওয়াল ম্যাগাজিনের স্মৃতির পেছনে কত যে আবেগ জড়িয়ে আছে সেটা ভাষায় প্রকাশ করার মত না।
Posted on: Sun, 20 Oct 2013 22:32:23 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015