পঁচাইন্যার সংজ্ঞা কী তা - TopicsExpress



          

পঁচাইন্যার সংজ্ঞা কী তা কাউকে নতুন করে বলার কোনো দরকার আছে বলে মনে হয় না। যে কোনও আড্ডার মধ্যে সবচাইতে মজার আর সবচাইতে দীর্ঘতম আইটেম এইটা। যে পঁচে সে ছাড়া আর বাকি সবাই চরম উপভোগ করে এই আইটেম। একবার কাউকে পঁচানো শুরু হইলে সেই জাল থেকে বের হইয়া আসা ৪টা খানি কথা না। একের পর এক সবাই মিলে সে পঁচিতো বান্দার গুষ্টি উদ্ধার করে দেয়। মুহূর্তেই সে অভাগা করুণ হৃদয় দিয়া অনুধাবন করে তারে সাপোর্ট করার মতো কেউ নেই তার আশেপাশে। আর সাপোর্ট করবেই বা কিভাবে, যে সাপোর্ট করতে আসবে, একটু পর তাকে শুদ্ধ যে পঁচানো হবে না তার গ্যারান্টি কী। তাই আজ পচানি এড়ানোর একটি পুরনো কৌশল নিয়ে কথা বলব। Self Defense Is The Best Defense কিন্ত, এই ডিফেন্স সেই ডিফেন্স না। এই ডিফেন্সে কাউন্টার অ্যাটাক মারা সম্পূর্ণ ও সংবিধিবদ্ধভাবে নিষিদ্ধ। কেউ পচানী শুরু করলে চুপচাপ মুচকি হেসে ব্যপারটা ইগ্নোর করার চেষ্টা করুন। খবরদার রেগে যাবেন না। রাগলেই মাইনাস পয়েন্ট। অপোনেন্ট এর জিত আর আপনার হার। এমন একটা ভাব নিয়ে থাকুন, যাতে পোলাপাইন বুঝে যে, এইটা আপনার গায়েই লাগে নাই (যদিও তখন আপনার পিত্তি জ্বলে পুড়ে ছারখার)। তখন তারা পচানিতে আগ্রহ হারিয়ে ফেলে সেই প্রসঙ্গই বাদ দিবে। এরপর সঠিক নিশানার জন্যে শুধু মোক্ষম সুযোগের জন্য অপেক্ষা করে যান। সবুরে মেওয়া ফলে। Just B Cool,....
Posted on: Sun, 09 Nov 2014 14:57:38 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015