পরীক্ষায় এই ধরনের - TopicsExpress



          

পরীক্ষায় এই ধরনের প্রশ্নই অনেক সময় আসে তাই মনে রাখুন,কাজে দেবে বাংলাদেশের বিভিন্ন নদ-নদীর উৎপত্তিস্থলঃ ০১. পদ্মা => হিমালয় পর্বতের গাঙ্গোত্রী হিমবাহ থেকে ০২. মেঘনা => আসামের নাগা মণিপুর পাহাড়ের দক্ষিণে লুসাই পাহাড় থেকে ০৩. ব্রহ্মপুত্র => তিব্বতের কৈলাশ শৃঙ্গের মানস সরোবর হ্রদ থেকে ০৪. কর্ণফুলী => মিজোরামের লুসাই পাহাড় থেকে ০৫. করতোয়া => সিকিমের পর্বত অঞ্চল থেকে ০৬. সাঙ্গু => মায়ানমার-বাংলাদেশ সীমানার আরাকান পাহাড় থেকে ০৭. হালদা => খাগড়াছড়ির বাদনাতলী পর্বতশৃঙ্গ থেকে ০৮. ফেনী => পার্বত্য ত্রিপুরা পাহাড় থেকে ০৯. মাতামুহুরী => লামার মইভার পর্বত থেকে ১০. যমুনা => কৈলাশ শৃঙ্গের মানস সরোবর হ্রদ থেকে ১১. তিস্তা => সিকিমের পর্বত অঞ্চল থেকে ১২. মহানন্দা => হিমালয় পর্বতমালার মহালদিরাম পাহাড় থেকে ১৩. গোমতি => ভারতের ত্রিপুরা পাহাড়ের সাবরুমে ১৪. খোয়াই => ত্রিপুরার আঠারমুড়া পাহাড় থেকে ১৫. মুহুরী => ত্রিপুরার লুসাই পাহাড় থেকে ১৬. মনু => মিজোরামের পাহাড় থেকে ১৭. সালদা => ত্রিপুরার পাহাড় থেকে নিজের সুবিধামতো সময়ে পড়তে শেয়ার করে নিজের টাইমলাইনে রাখুন।
Posted on: Wed, 08 Oct 2014 08:02:16 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015