পলাশীর ষড়যন্ত্রের - TopicsExpress



          

পলাশীর ষড়যন্ত্রের কয়েকজন কুশলীর কে কিভাবে মরেছিলঃ মীর জাফরঃ দুরারোগ্য কুষ্ঠ রোগে আক্রান্ত হয়ে ক্রমে ক্রমে মৃত্যু। মীরনঃ ক্লাইভের চক্রান্তে করুণ মৃত্যু। মুহম্মদী বেগঃ মাথায় গড়বড় অবস্থায় বিনা কারণে কূপে ঝাঁপিয়ে পড়ে মৃত্যু মহারাজা নন্দকুমারঃ তহবিল তসরুফ ও অন্যান্য অভিযোগের বিচারে ফাঁসিকাষ্ঠে মৃত্যু। জগতশেঠ মহাতপচাঁদ এবং তারই পৃতিব্য-পুত্র মহারাজা স্বরূপ চাদঃ নবাব মীর কাশের আদেশে নব নব বিশ্বাসঘাতকতার শাস্তিস্বরূপ মুঙ্গের দুর্গ থেকে গঙ্গাবক্ষে নিক্ষেপের ফলে ডুবন্ত অবস্থায় মৃত্যু। ইয়ার লুত্‌ফ্‌ খানঃ অকস্মাৎ নিরুদ্দিষ্ট , গোপনে মৃত্যু। রায় দুর্লভঃ কারাগারে ভগ্নস্বাস্থ্য হয়ে মৃত্যু। দানিশ শাহঃ বিষাক্ত সর্প দংশনে মৃত্যু। রাজা রাজবল্লভঃ রাজা রাজবল্লভের কীর্তি নাশ করেই পদ্মা হয়েছে কীর্তিনাশা। উমিচাদঃ ষড়যন্ত্র বাবদ অর্থ প্রাপ্তির ব্যাপারে প্রতারিত হয়ে স্মৃতিভ্রষ্ট হয়ে উন্মাদ অবস্থায় পথে পথেভ্রমণ ও মৃত্যু। রবার্ট ক্লাইভঃ বিনা কারণে বাথরুমে ঢুকে নিজের গলায় নিজেই ক্ষুর চালিয়ে আত্মঘাতী মৃত্যু। ওয়াট্‌সঃ কোম্পানির কাজ থেকে বরখাস্ত হয়ে মনের দুঃখে ও অনুশোচনায় বিলেতে মৃত্যু। স্ক্রাফটনঃ বাংলায় যা লুট করবার তা করে বিলেতে যাওয়ার পথে জাহাজডুবিতে মৃত্যু। ওয়াটসনঃ ক্রমাগত শরীর খারাপ হয়ে কোন ওষুধে প্রতিকার না হয়ে কলকাতায় করুণ মৃত্যু। মীর কাশেমঃ নবাব মীর জাফরের ভাই রাজমহলের ফৌজদার মীর দাউদের নির্দেশে মীর কাশেম নবাব সিরাজকে দানিশ শা’র আস্তানা থেকে বেঁধে এনেছিলেন মুর্শিদাবাদ। তারপর ষড়যন্ত্রের মাধ্যমে নবাব হয়ে প্রকৃত নবাব হওয়ার চেষ্টা, দেশ থেকে বিদেশী প্রভাব বিদূরিত করার প্রাণপণ চেষ্টা এবং তাতে ব্যর্থ হয়ে কপর্দকহীন ভাবেনানাস্থানে ঘুড়ে বেড়ান। অবশেষে অজ্ঞাতনামা হয়ে দিল্লীর পথে করুণ মৃত্যুবরণ। প্রকৃতি বড়ই নিষ্ঠুর, কাউকেই ক্ষমা করে না … … জাতীয় পার্থ বিব্রত পার্থ বিব্রত ফোর্বস ম্যাগাজিনের প্রচ্ছদে ড. মুহাম্মদ ইউনূস ফোর্বস ম্যাগাজিনের প্রচ্ছদে ড. মুহাম্মদ ইউনূস রাজনীতি অলি যোগাযোগ, পার্থ স্বরাষ্ট্র ও মাহী চায় সংস্কৃতি মন্ত্রণালয়! অলি যোগাযোগ, পার্থ স্বরাষ্ট্র ও মাহী চায় সংস্কৃতি মন্ত্রণালয়! শনিবার সারাদেশে জামায়াতের বিক্ষোভ শনিবার সারাদেশে জামায়াতের বিক্ষোভ অর্থনীতি নব্য আজিজ মোহাম্মদ ভাই রূপালীর ডিএমডি জহির ! নব্য আজিজ মোহাম্মদ ভাই রূপালীর ডিএমডি জহির ! দাম কমেছে পেঁয়াজের দাম কমেছে পেঁয়াজের খেলা কলাবাগানকে হারালো মোহামেডান কলাবাগানকে হারালো মোহামেডান আরও পেছালেন সিদ্দিকুর আরও পেছালেন সিদ্দিকুর বিনোদন মুক্তির অপেক্ষায় সানির রাগিনী এমএমএস ২ মুক্তির অপেক্ষায় সানির রাগিনী এমএমএস ২ মাকে নিয়েই জয়ের আনন্দ মাকে নিয়েই জয়ের আনন্দ [ Developed By: Dotsilicon ] সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বেলাল হোছাইন ভুঁইয়া, প্রধান কার্যালয় : ৭৫ সিদ্ধেশরী সার্কুলার রোড মালিবাগ ঢাকা- ১২১৭ বিজ্ঞাপন : ০২-৯৩৫৮৬১৭, e-mail: onlinesorejominbarta@gmail © 2013 সরেজমিন বার্তা, All rights reserved. সরেজমিন বার্তা on Facebook সরেজমিন বার্তা on Twitter সরেজমিন বার্তা on LinkedIn
Posted on: Fri, 22 Nov 2013 18:00:49 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015