পুরাটা না পড়লে পুরাই - TopicsExpress



          

পুরাটা না পড়লে পুরাই মিস...!!! ব্যাচেলর সংগীতঃ কারার ঐ লৌহ কপাট, ভেঙ্গে ফেল চৌকি ও খাট, ডাবল খাট রেখে আমি করবটা কী? আ হা হা পায়যে হাসি, আমরা পুরুষ নইতো খাসি, বলতে পারিনা ভালবাসি, কচু গাছে দিমু ফাঁসি.....! কারার ঐ লৌহ কপাট, ভেঙ্গে ফেল চৌকি ও খাট, ওরে ও পাগলা পোলা, আশি টাকা নাকি তোলা, খাটের তক্তাগুলো জোরসে ধরে, হ্যাঁচকা টানে মার হাঁক হায়দারী হাঁক, ভেঙ্গে ফেল ঘুনে ধরা খাট, টেকা লাগলে আমি দিমু, তক্তা বেইচ্চা কটকটি খামু, লগে থাকব আমার মামু....! কারার ঐ লৌহ কপাট, ভেঙ্গে ফেল চৌকি ও খাট, খাটের স্ট্যান্ডগুলি, দুহাতে উপরে তুলি, শক্তি দিয়ে আঘাত কর, মেঝে বরাবর মেঝের টাইলস ভেঙ্গে গেলে, অথবা নষ্ট হলে, টেকা লাগলে আমি দিমু, সাক্ষী আছে আমার মামু, এক কথা আর কয়বার কমু.....!! কারার ঐ লৌহ কপাট, ভেঙ্গে ফেল চৌকি ও খাট , নাচে ঐ কালবৈশাখী তাতে আমার যায় আসে কি? আমি তো সারা বছর, ডাবল খাটে একলা ঘুমাই, বন্ধুরা হচ্ছে জামাই, শ্বশুর বাড়ীতে খাচ্ছে সেমাই, আদর যত্ন করছে কামাই, আমি শুধু ডাবল খাটে একলা ঘুমাই...! . কারার ঐ লৌহ কপাট, ভেঙ্গে ফেল চৌকি ও খাট....! ভালো লাগলে লাইক দেন & শেয়ার করেন.. S.s_3
Posted on: Tue, 08 Oct 2013 05:14:59 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015