পৃথিবীর ইতিহাস বদলে - TopicsExpress



          

পৃথিবীর ইতিহাস বদলে দেয়া কিছু বিপ্লব আজকে - কিউবার বিপ্লব (Cuban Revolution) সময়কালঃ ১৯৫২ -১৯৫৯ সংক্ষিপ্ত বিবরনঃ ১৯৫২ সালে কিউবায় জেনারেল বাতিস্তা সেই দেশের প্রেসিডেন্ট সরিয়ে এবং সকল নির্বাচন বাতিল করে নিজেই ক্ষমতায় বসে , এই ঘটনা সেই সময়ের এক তরুণ আইনজীবী ফিদেল ক্যাস্ট্রোকে খুব ক্ষুব্ধ করে তোলে । ক্যাস্ট্রো যেকোনো মূল্যে বাতিস্তাকে ক্ষমতা থেকে স জন্য প্রতিজ্ঞাবদ্ধ হয় । ১৯৫৩ সালে ক্যাস্ট্রো সর্বপ্রথম বাতিস্তার একটি ব্যারাকে আক্রমন চালায় , ক্যাস্ট্রোর দল পরাজিত হয় , এবং তার ১৫ বছরের জেল হয়। যদিও ২ বছর পর ক্যাস্ট্রো মুক্তি পান , মুক্তি পেয়ে আবার বিদ্রোহীদের নিয়ে বাতিস্তার বিরুদ্ধে যুদ্ধ করেন এবং আবার পরাজিত হন । পরাজিত হয়ে ক্যাস্ট্রো কিউবার সিয়েরা মাস্ত্রা পর্বতমালায় পলায়ন করে এবং বিদ্রোহীদের নিয়ে গেরিলা যুদ্ধ পরিচালনা করেন। অবশেষে ১৯৫৯ সালের জানুয়ারি মাসে ক্যাস্ট্রো বাতিস্তাকে পরাজিত করতে সমর্থ হন। করে এবং নিজেকে আজীবন প্রেসিডেন্ট ঘোষণা করেন। ফলাফলঃ ক্যাস্ট্রো সর্বপ্রথম বিপ্লবের মাধ্যমে কোন স্বৈরাচারকে ক্ষমতা থেকে উৎখাত করতে পেরেছিলেন । স্নায়ু যুদ্ধের সময় অনেক গুরুত্বপূর্ণ হয়ে ওঠেন , বর্তমান বিশ্বে হাতে গোনা কয়েকজন যারা আমেরিকার সাম্রাজ্যবাদী আচরণের প্রতিবাদ করতে পারে ক্যাস্ট্রো তার মধ্যে অন্যতম। (copied from দাশুর ডাইরি থেকে ( from the Diary of Dasu))
Posted on: Fri, 26 Jul 2013 08:45:17 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015