প্রাক-নির্বাচনী পরীক্ষা - TopicsExpress



          

প্রাক-নির্বাচনী পরীক্ষা ২০২০ বিষয়ঃ ফেসবুক বিজ্ঞান. পূর্ণমান : ১০০ সময় : ৩ ঘণ্টা ১। শব্দার্থ লেখো Tag, Poke, Group, Privacy, Password ২। পূর্ণরূপ লেখো (যেকোনো ২ টি) LOL, ASM, MS ৩। রচনামূলক প্রশ্ন (যেকোনো ৪ টি প্রশ্নের উত্তর দাও) ক) একটি ফেসবুক অ্যাকাউন্ট খোলার পদ্ধতি শুরু থেকে শেষ পর্যন্ত বর্ণনা করো । খ) টাইমলাইন কী? ফেসবুক টাইমলাইনের প্রয়োজনীয়তা বর্ণনা করো । গ) সংক্ষেপে ফেসবুক তৈরির ইতিহাস লেখো। ঘ) সামাজিক যোগাযোগ মাধ্যম হিসেবে ফেসবুকের ভুমিকা বর্ণনা করো । ঙ) ফেসবুক ও গুগল প্লাসের মধ্যে পাঁচটি পার্থক্য লেখো । ৪। ভাবসম্প্রসারন করো : কাঁটা হেরি ক্ষান্ত কেন কমল তুলিতে ফেসবুক বিনা সুখ হয় কি মহীত ৫। কথোপকথন তৈরি করো : টুঙ্গু ও টুনির ফেসবুকে নতুন বন্ধুত্ব হয়েছে। তাদের ফেসবুক চ্যাটে কথোপকথনের কিছু অংশ নিজের ভাষায় লেখো । ৬। পত্র লেখো : ধরো, তোমার ইন্টারনেট প্যাকেজ শেষ হয়ে গেছে। ফেসবুকে তুমি ঢুকতে পারছ না। তাই ইন্টারনেট চালু করার জন্য টাকা চেয়ে তোমার পিতার নিকট একটি পত্র লেখো...... #Safwan
Posted on: Fri, 15 Nov 2013 09:04:14 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015