> প্রাচীনকালে নোয়াখালী - TopicsExpress



          

> প্রাচীনকালে নোয়াখালী ও কুমিল্লাকে বলা হত : সমতট। > যে সাহিত্যিক মুক্তিযুদ্ধে অবদানের জন্য বীরপ্রতীক খেতাব পান : আব্দুস সাত্তার। > ছিয়াত্তরের মনন্তর হয়েছিল : ১১৭৬ সালে (বাংলা)। > ইউরোপীয় বণিকদের মধ্যে প্রথম বাংলায় এসেছিল : পর্তুগীজরা। > বাংলার প্রথম স্বাধীন নরপতি : শশাঙ্ক। > যে সংশোধনীর মাধ্যমে ইসলামকে রাষ্ট্রধর্ম হিসেবে স্বীকৃতি দেয়া হয় : অষ্টম। > বাংলাদেশের সংবিধান কার্যকর হয় : ১৬ ডিসেম্বর ১৯৭২। > বাংলাদেশের প্রথম প্রধান নির্বাচন কমিশনার : বিচারপতি এম.ইদ্রিস। > সরকারি কর্ম কমিশনের প্রথম মহিলা চেয়ারম্যান : ড. জিন্নাতুন্নেছা তাহমিদা বেগম। > বাংলাদেশের প্রথম নৌবাহিনীর রণতরী : বিএনএস পদ্মা। > বাংলাদেশের রাষ্ট্রীয় মনোগ্রামের ডিজাইনার : এ এনএ সাহা। > বাংলাদেশের সবচেয়ে উঁচু পাহাড় : গারো পাহাড়। > বাংলাদেশের একমাত্র মুসলমান উপজাতি : পাঙন। > আয়তনে বাংলাদেশের বড় থানা : শ্যামনগর, সাতক্ষীরা। > বাংলাদেশের ‘পশ্চিমা বাহিনীর নদী’ বলা হয় : ডাকাতিয়া বিলকে। > শীতল পানির ঝরণা অবসিত : হিমছড়ি পাহাড়। > বাংলাদেশের প্রথম আদমশুমারী হয় : ১৯৭৪ সালে। > ‘জীবনতরী’ হলো একটি : ভাসমান হাসপাতাল। > ‘ময়নামতির’ পূর্ব নাম : রোহিতগিরি। > বাংলার প্রাচীন জনপদের মধ্যে সবচেয়ে প্রাচীন জনপদ : পুন্ড্র। > বাংলাদেশে প্রথম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় : ৭ মার্চ ১৯৭৩ সালে। > বাংলাদেশের মানচিত্র প্রথম আঁকেন : মেজর জেমস রেনেল। আরো জানতে লাইক দাও । ADMIN Abdul Hadi
Posted on: Fri, 31 Oct 2014 11:07:53 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015