প্রাথমিক শিক্ষা সমাপনী - TopicsExpress



          

প্রাথমিক শিক্ষা সমাপনী প্রস্তুতি : বিজ্ঞান শূন্যস্থান পূরণ : Like Admin >> facebook/ShohagNile ১। অন্য প্রাণী থেকে মানুষ ভিন্ন, কারণ মানুষ ...... ব্যবহার করে। উত্তর : হাতিয়ার ও কলাকৌশল ২। প্রযুক্তির লক্ষ্য ...... নিয়ন্ত্রণ করা। উত্তর : পরিবেশকে ৩। সময় মেনে চলতে যে প্রযুক্তি অবদান রেখেছে তা হলো ...... । উত্তর : ঘড়ি ৪। নতুন প্রযুক্তি উদ্ভাবনের মূল উৎস হলো ......। ু উত্তর : প্রয়োজনবোধ ৫। প্রযুক্তির বিকাশে ...... আবিষ্কার একটি উল্লেখযোগ্য অবদান। উত্তর : চাকা ৬। প্রযুক্তির যথাযথ ব্যবহারে ...... জ্ঞান প্রয়োজন। উত্তর : বিজ্ঞানের ৭। মানুষের প্রয়োজন বোধই ...... উৎস। উত্তর : উদ্ভাবনের ৮। জ্বর হলে ...... দিয়ে তাপ মাপা হয়। উত্তর : থার্মোমিটার ৯। প্রযুক্তি আমাদের সমগ্র জীবনধারাকে ...... করে। ৃউত্তর : প্রভাবিত ১০। বিজ্ঞানের অগ্রগতি ...... ওপর নির্ভরশীল। উত্তর : প্রযুক্তির সংক্ষিপ্ত প্রশ্ন : প্রশ্ন : প্রযুক্তি কী? উত্তর : মানুষ তার পরিবেশ নিয়ন্ত্রণ ও সমস্যা সমাধানে যেসব যন্ত্রপাতি বা হাতিয়ার উদ্ভাবন করেছে তা হলো প্রযুক্তি। প্রশ্ন : প্রাচীন প্রযুক্তির দুটি উদাহরণ দাও। উত্তর : প্রাচীন প্রযুক্তির দুটি উদাহরণ- চাকা, লাঙল। প্রশ্ন : তুমি ব্যবহার করো এমন সবচেয়ে আধুনিক প্রযুক্তি কী? উত্তর : আমি ব্যবহার করি এমন সবচেয়ে আধুনিক প্রযুক্তি হলো কম্পিউটার। প্রশ্ন : কৃষি প্রযুক্তির তিনটি যুগ কী কী? উত্তর : কৃষি প্রযুক্তির তিনটি যুগ হলো- ক. উন্নত যন্ত্র ব্যবহারের যুগ খ. রাসায়নিক সার ব্যবহারের যুগ গ. জৈব প্রযুক্তি ব্যবহারের যুগ প্রশ্ন : প্রযুক্তির ব্যবহার নেশায় পরিণত হলে কী হবে? উত্তর : ক. সময়ের অপচয় হবে। খ. নিয়মিত খেলাধুলা, ব্যায়াম ও মুক্তচিন্তার পথে বাধার সৃষ্টি হবে। গ. স্বাস্থ্যের ক্ষতি হবে।
Posted on: Tue, 25 Nov 2014 10:25:35 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015