প্রিভিউ- Batman Arkham Knights রিলিজ - TopicsExpress



          

প্রিভিউ- Batman Arkham Knights রিলিজ ডেট- February 24th, 2015 ব্যাটম্যান আমাদের অনেকেরই প্রিয় একটি ক্যারেকটার। আর এই ব্যাটম্যানের গেম Batman Arkham Knight রিলিজ পাচ্ছে পরের বছরে, একটু কষ্টের যে বেশ অনেক দিন অপেক্ষা করতে হবে। কিন্তু এই অপেক্ষা হয়ত আমাদের জন্য বিফিলে যাচ্ছে না। কারণ এইবারের ব্যাটম্যান আরখাম নাইটে এমন অনেক কিছুই পাচ্ছি যা আমরা আগে কোন গেমে পাইনি কখনও(!) এমনটা বললাম কারন এবারের এই গেমটি হবে অন্য যেকোন গেমের চেয়ে আলাদা। থাকছে অনেক নতুন কিছু। গ্রাফিক্সঃ গ্রাফিক্স তো আগের বারের চেয়ে বেশি হবে তা সবাইই জানি Minimum requirements to recommended: CPU: Core 2 Duo E4600 2.4GHz - Core i5-750 2.66GHz Athlon 64 X2 Dual Core 4800+ - Phenom II X4 965 GPU: GeForce GT 630 GDDR5 - GeForce GTX 560 Radeon HD 3850 - Radeon HD 6950 RAM: 2GB - 4GB OS: Windows Vista 32bit - Windows 7 64bit DirectX: 10-11 HDD: 15GB প্রথমেই বলে নি গেমপ্লে সম্পর্কে।। আগের আরখাম সিটির অনেক কিছু থাকছে এই আরখাম নাইটে। আগের বারের মত গ্র্যাপলিং গান, লাইন লাঞ্চার এবং ব্যাটারাংগস এর মত জিনিস। তবে আগের বারের মত সব কিছু থাকলেও এসবকে অনেকটা মডিফাই করা হয়েছে। যেমন এইবার গ্লাইডিং করা যাবে আগের বারের চেয়ে অনেক দূর পর্যন্ত। গ্লাইডিং করার সময় গ্র্যাপ্নেল গান ব্যবহার করে দিক পরিবর্তন করা যাবে। এবার থাকছে নতুন একধরনের ব্যাটারাং সেন্সর যা দ্বারা সারাউন্ডিং সম্পর্কে ধারনা গ্রহন করা যাবে। এবার অ্যাটাকিংয়ের মধ্যেও আনা হয়েছে বৈচিত্র। এবার প্রন করে থাকা এনিমিদের ওপর অ্যাটাক করা যাবে অ্যাটাকিং স্ট্রিক না ভেঙ্গেই। এনিমিদের অ্যাটাক কাউন্টার করতে পারবে ব্যাটম্যান এবং তাদের ছুড়ে ফেলতে পারবে অন্য এনিমিদের উপর অধিক ড্যামেজ করার জন্য। এবার এনভায়রোমেন্টাল অ্যাটাক করা যাবে এলাকার বিপদজনক জিনিসের সাহায্য নিয়ে যেমন পাওয়ার জেনেয়ারেটর ব্যবহার করে। ব্যাটারাংস ব্যবহার করে এনিমিদের চার্জ অ্যাটাকও ডিসঅ্যাবল করা যাবে। এই পর্বে আনা হয়েছে Fear Take-down নামক টেকডাউন অপশন যার দ্বারা ব্যাটম্যান একসাথে তিন জন পর্যন্ত এনিমিকে নকআউট করতে পারবে। এবং প্রতি টেকডাউনে টাইম স্লো হয়ে অর্থাৎ স্লো মোশনের অ্যাকশন উপভোগ করতে পারবে গেমার। যতক্ষন না ব্যাটম্যান এনিমিদের দ্বারা ডিটেক্টেড হয়ে না যাচ্ছে। Batmobile: এই বারের ব্যাটম্যানের সবচেয়ে আকর্ষণীয় জিনিস হল এই ব্যাটমোবাইল। যা হল আমাদের Knight এর বাহন। গেমার যখন তখন প্রয়োজনের সময় ইচ্ছা হলেই এই গাড়ী ওরফে বাইককে ডাক দিয়ে আনতে পারবে। আর এটা দিয়ে কমব্যাটের চরম মজা পাওয়া যাবে। এটা দিয়ে জাম্প দেওয়া, স্পীড বুস্ট, জায়গাতেই ৩৬০ডিগ্রি পর্যন্ত ঘুরে দিক বদলানো, বিভিন্ন বস্তুর ভিতর দিয়ে ভেঙ্গে চুড়ে চলে যাওয়া যেমন ব্যারিকেড এবং গাছের ভিতর দিয়ে যাওয়া এবং ব্যাটমোবাইলের Built-in অস্ত্র ব্যবহার করে শত্রুর গাড়ী ধ্বংস করার মত কাজ অনায়াসে করা যাবে। বুঝেন কিরকম মাল হবে এই ব্যাটমোবাইল দিয়ে গেমের দুনিয়া রাজত্ব করতে। তাছাড়া এই ব্যাটমোবাইল দিয়ে দুই মোডে ব্যবহার করা যাবে Battle Mode & Pursuit Mode। দুই মোডের দুই রকম মজা আছে যা গেম খেলার সময়ই বুঝতে পারবেন। কাহিনীঃ জোকারের মৃত্যুর এক বছর পরের কাহিনী আনা হয়েছে গেমে। এখানে ব্যাটম্যানের শত্রুরা এক হয়েছে ব্যাটম্যানকে মারতে। Including হার্লেকুইন, টু ফেস এবং পেঙ্গুইনের মত এনিমিরা। হ্যালোউইনের রাত্রে ScareCrow যে মেইন শত্রু সে গোথাম সিটির নাগরিকদের থ্রেটের মধ্যে ফেলে তার Fear Toxin এর নতুন Strain তৈরি করে এবং শহরে বোম্ব প্ল্যান্ট করে। যেটা শহরের ছয় মিলিয়ন নাগরিককে অন্যত্র সরিয়ে নিয়ে যেতে বাধ্য করে। শহরে শুধু ক্রিমিনালরাই থাকে। আর নতুন থ্রেট শনাক্ত করে ব্যাটম্যান তার নতুন নতুন উদ্ভাবিত গ্যাজেট ও অস্ত্র নিইয়ে হাজির হয়। এটার ম্যাপ আগের চাইতে ৫গুন বড়। যেটা তিনটি Island এ বিভক্ত করা হয়েছে। আর এখানেই সব কিছু আমরা হয়ত করতে যাচ্ছি। :P
Posted on: Tue, 26 Aug 2014 12:13:42 +0000

Recently Viewed Topics




© 2015