প্রায়ই দেখি ফোনের - TopicsExpress



          

প্রায়ই দেখি ফোনের বা ফেসবুকের ইনবক্সে কিছু মেসেজ আসে, যে মেসেজে আল্লাহ তায়ালার নাম বা কালিমা এ ধরনের ভাল কিছু লিখা থাকে। আর শেষে বলা হয়ে থাকে যে তুমি এই মেসেজটি এত জনকে পাঠালে এত দিনের মধ্যে সুসংবাদ পাবে, আর না পাঠালে কোন সুসংবাদ পাবেনা। এমন মেসেজ আমার মত কত জন পেয়েছেন কে জানে, জিজ্ঞাসা করা হলে বলে যে আমাকে এক মুসলিম দিয়েছে তাই লাভ হবে মনে করে আমিও পাঠাইলাম। আজব! কোথায় পেলেন আপনারা এধরনের আজগুবি নিয়ম? ইসলাম ধর্মটাকে কি অনলাইন বিজনেস বানিয়ে ফেলছেন? যে যত বেশি রেফার করবেন তত ইনকাম বেশি হবে? এগুলো যারা করছেন তারা সবাই ই হয়ত ভাবছেন হতেও তো পারে! আল্লাহর নাম,কালেমা এগুলো তো ভাল জিনিস! এগুলো পাঠালে সুসংবাদ পাওয়া তেমন অস্বাভাবিক না! কিন্তু সমস্যাটা কোথায় জানেন? ১নাম্বার সমস্যা হল কালেমা বা আল্লাহর নাম পাঠালে সুসংবাদ পাওয়া যাবে এটা সম্পূর্ণ মিথ্যা কথা,যা আপনি নির্দ্বিদায় ২০জন লোককে বলে ২০টা কবিরা গুনাহ অর্জন করছেন। ২য় সমস্যা হল আপনার মেসেজ পেয়ে এক দুর্বল ঈমানদার বেচারা ২০জনকে মেসেজ করে যখন নির্ধারিত সময়ের মধ্যে কোন সুসংবাদ না পাবে তখন স্বভাবতই তার খারাপ ধারনা আসবে আল্লাহর নাম বা কালেমার উপর,যে এগুলোর কোন কার্যকারিতা যেহেতু নাই সেহেতু এগুলোর কোন দাম নাই (নাউযুবিল্লাহ) আর যদি সে বিধর্মী হয়ে থাকে তাহলে তো কথা ই নেই! তার কাছে ইসলাম ধর্মের ১২টা বাজিয়ে দিলেন আপনি! ৩য় সমস্যা হল কুরান হাদীসে এ ধরনের ফালতু কোন সিস্টেমের কথা উল্লেখ নেই যেহেতু, আপনি এর দ্বারা নতুন একটা বেদাতের উৎপত্তি তে সাহায্য করছেন। অতএব,চলুন আমরা নতুন নতুন এসব ফেৎনা এড়িয়ে চলি। আসলে আমরা অন্যদিক দিয়ে অতি ডিজিটাল এবং চালাক হওয়া সত্ত্বেও এসব বিষয়গুলোর ব্যাপারে অতি বোকামির পরিচয় দেই। বিষয়টা একটু খতিয়ে দেখারও চেষ্টা করিনা! আল্লাহ আমাদেরকে এসব বেহুদা কাজ থেকে হেফাযত করুন...আমীন! . -শেয়ার বা কপি করে এই নবাগত বেদাতের উৎখাতে সবাই অংশগ্রহন করুন। #COLLECT
Posted on: Thu, 25 Sep 2014 16:28:40 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015