প্রীয় মুসলীম ভাই - TopicsExpress



          

প্রীয় মুসলীম ভাই ও বোনেরা দয়াকরে আমার statute টি পড়ার জন্য বিনীত ভাবে অনুরোধ করতেছি। । । হাশরের ময়দানে বাস্তব জগতের হিসেবের সাথে ভার্চুয়াল জগতেরও হিসেব হবে । সেদিন আমাদের ফেইসবুক আইডি গুলো আবার লগিন হবে । হিসেব হবে প্রত্যেকটা লাইক- কমেন্ট ও চ্যাটের রং ইনটেনশনযুক্ত কথোপকথন গুলোর । সেদিন প্রকাশ পাবে কে কে মানুষের ছবিকে বিকৃত করে পোস্ট দিয়েছিলো , কে নিজের বেপর্দা ছবি আপলোড করে মানুষের বাহবা কুড়িয়েছিল , কে অশ্লীল যুক্ত পোস্ট/ ছবি/ কমেন্ট দিয়ে আত্ন- তুষ্টি পেয়েছিলো , কে মানুষের বাহবা পেতে মিথ্যার আশ্রয় নিয়েছিলো । সব হিসেব হবে ,সব । আল্লাহ আমাদের থেকে বাস্তবের মত ভার্চুয়ালের প্রতিটা কর্মের উপর পরিপূর্ণ ভাবে হিসেব নিবেন । এইখানে আমরা অণু পরিমাণ ভাল কাজ করলে তার যেমন পুরষ্কার আছে , ঠিক তেমন অণু পরিমাণ খারাপ কাজ করলে তার হিসেবও যথাযথ ভাবে হবে । আগামি ১০০ বছর পর আমি এবং আমার লিস্টের কেউ বেঁচে থাকার কথা না । ১০০ বছর পর আমরা কেউই থাকবো না । থাকবে শুধু আমাদের আইডি গুলো এবং থাকবে আমাদের কর্ম গুলো । কেউ যদি ভাল কিছু করে যায় এবং এর থেকে কেউ উপকৃত হওয়ার পর তা আল্লাহর দরবারে কবুল হয় , তাহলে সে হবে সৌভাগ্যবান , আর কেউ যদি শয়তানকে প্রশ্রয় দিয়ে এমন কিছু করে যায় যার কারণে অন্যজনও গুনাহ করেছে বা বিপথগামী হয়েছে তাহলে সে হবে দুর্ভাগাদের একজন । আল্লাহর কাছে বান্দার সবচে যে জিনিসটা পছন্দ , তা হচ্ছে তাকওয়া । এটা হচ্ছে সেটা , যা আপনাকে সবকিছুর চেয়ে বেশী আল্লাহকে ভালবাসতে আগ্রহী করে তুলবে , আল্লাহর ভয়ে সবধরণের গুনাহ থেকে বিরত রাখবে । আল্লাহ চাই , বান্দা আল্লাহর ভয়ে তার প্রিয় জিনিসটা কুরবান দিতে সবসময় প্রস্তুত থাকুক , মনের কোন শয়তানি কামনা আসার সাথে সাথে আল্লাহর ভয়ে তা করা থেকে বিরত থাকুক । যারা আল্লাহকে সব থেকে বেশী ভয় করে এবং ভালবাসে , আল্লাহ তাদের জন্য রেখেছেন অগণিত পুরস্কার , যা কোন চোখ দেখেনি , যার বর্ণনা কোন কান শুনেনি, কোন অন্তর কল্পনা করেনি , মুমিনদের জন্য এটা আল্লাহর ওয়াদা । আর যারা আল্লাহর নিষেধ উপেক্ষা করে শয়তানকে খুশি রেখে জীবন অতিবাহিত করে চলেছে এবং একসময় এভাবেই মৃত্যুকে আলিঙ্গন করে নিয়েছে , তাদের জন্য আল্লাহ জাহান্নামকে প্রস্তুত করে রেখেছেন , যেখানে মৃত্যুর স্বাদ নাই , আছে অসহনীয় যন্ত্রণা , যার ন্যূনতম শাস্তি হচ্ছে- দুই ফিতাযুক্ত আগুনের জুতা পরতে দেয়া যা পরার সাথে সাথে তাপের কারণে মাথার মগজ গুলো খসে পরবে । ভাবা যায় ! জাহান্নামের ন্যূনতম শাস্তি যদি এটা হয় , তাহলে পরবর্তী শাস্তি গুলো কেমন হতে পারে ! আস্তাগফিরুল্লাহ । আল্লাহুম্মা আযিরনি মিনান- নার । আল্লাহ আমাদের অনিচ্ছাকৃত ভুল গুলো ক্ষমা করুণ , এই ভার্চুয়াল জগতে শয়তানকে প্রশ্রয় দেয়া থেকে রক্ষা করুন এবং হাশরের ময়দানে আমাদেরকে ক্ষমাপ্রাপ্তদের সাথে অন্তর্ভুক্ত করুন। আমীন । # রাসূল(সাঃ) বলেন , মানুষ মাত্রই গুনাহগার , আর গুনাহগারদের মাঝে তাওবাকারীরাই উত্তম - তিরমিযী
Posted on: Thu, 28 Aug 2014 15:44:53 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015