প্রিয় সহকর্মী ভাইইয়েরা - TopicsExpress



          

প্রিয় সহকর্মী ভাইইয়েরা অনেকেই পদ(আসন) নিয়ে গ্রুপিং হচ্ছে । সিএইচসিপিরা কি পারে না তাঁদের সমস্যা দূর করতে গ্রুপে না লিখে । সিএইচসিপিরা তাঁদের ক্লিনিকের সমস্যা গ্রুপে তুলে ধরলে যেমন ক্লিনিক পরিচালনা বিষয়ে আলোচনা, বিভিন্ন রোগের আলোচনা, ঔষধ বিষয়ে আলোচনা, মাসিক রিপোর্ট প্রাদানে সমস্যা নিয়ে আলোচনা, রোগির আনলাইন তথ্য সংক্রান্ত বিষয়ে আলোচনা । কারন অনেকে ফেসবুক এ আসে কিছু শেখার জন্য আবার অনেকে আসে কিছু শেয়ার করার জন্য তাই আপনারা এরকম পোষ্ট করেন সকলেই । আর যাঁরা অনলাইন রিপোর্ট এখনো দিতে হিমসিম খাচ্ছেন তাঁরা এই ভিডিওটি দেখে আসতে পারেন । https://youtube/watch?v=PGCfQZhvnt4 এবং যাঁরা চেক করতে পারেন না অর্থাৎ রিপোর্ট সঠিকভাবে দিয়েছেন কি না তা এভাবেন চেক করেন https://youtube/watch?v=rk0GUmWqrxY
Posted on: Sun, 11 Jan 2015 05:00:21 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015