প্রতি বছর ঢাকা - TopicsExpress



          

প্রতি বছর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ছাত্র-ছাত্রীরা আন্তর্জাতিক অঙ্গনে বিশ্ববিদ্যালয় এর সুনাম রক্ষায় বিভিন্ন ভাবে প্রতিনিধিত্ব করে আসছে।তেমনি একটি প্রচেষ্টার অংশ হিসেবে এইবার ঢাকা বিশ্ববিদ্যালয় এর একটি টি্ম উদ্ভাবন করেছে মো্বাইল এপ্লিকেশন এর মাধ্যমে MCQ পরিক্ষা পধ্যতি। এর মাধ্যমে যে কেউ যে কোন ধরনের MCQ পরিক্ষার জন্য নিজেকে আরো বেশি প্রস্তত করে তুলতে সক্ষম হবে। মডেল টেস্ট দেয়ার জন্য আর যেতে হবেনা কোন কোচিং সেন্টারে, যে কোন সময়ে নিজের মেধা যাচাই করার সুযোগ করে দিবে TELETEST নামের এই মো্বাইল এপ্লিকেশন।ইতিমধ্যে এই টিম পুরস্কার পেয়েছে MOST PROMISING PROJECT হিসেবে University of Texas এবং DELL থেকে।এইবার ও টিম টি ঢাকা বিশ্ববিদ্যালয় কে প্রতিনিধিত্ব করছে Global innovation through science & technology initiative এর quarter final round এ। এই কম্পিটিসনের এই round এ চলছে পাবলিক ভোটিং ! ভোটিং এর মাধ্যমে নিরবাচিত করা হবে ৩০ টি দল যারা চুড়ান্ত ভাবে final round প্রতিনিধিত্ব করবে। এই মুহুরতে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় এর টি্ম কে আরো এগিয়ে নিতে দরকার আপনাদের ভোট। এই লিঙ্ক এর https://review.wizehive/voting/view/gist2013/16709/1373988/0এ গিয়ে নীল "Thumbs up"বাটন এ ৬ বার ক্লিক করুন । প্রতিদিন আপনি ৬ টি করে ভোট করতে পারবেন এই মাস এর ২২ তারিখ পর্যন্ত।আপনার ভোট এর মাধ্যমে তাদের কে এগিয়ে নিয়ে যান এবং ঢাকা বিশ্ববিদ্যালয় এর সুনাম বয়ে নিতে সহযোগিতা করুন। সবাইকে পোস্ট টি শেয়ার করার অনুরোধ রইল। সম্মিলিত উদ্যোগের জয় হউক.......... Teletest review.wizehive
Posted on: Tue, 20 Aug 2013 05:49:21 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015