প্রমাণ কর, বাঙ্গালী একটি - TopicsExpress



          

প্রমাণ কর, বাঙ্গালী একটি ডিজিটাল জাতি। ১। আমরা নিজেরাই নিজেদের দ্রোণ বানাইতে পারি। (কই গিয়ে পড়লো ডাজন ম্যাটার, উড়ে তো) ২। 2G গন্ধ এখনো গা থেকে যায় নাই, আমরা 3G, 3.5 করে ফুটানি দেখাই। (South Korea 5G, উন্নত বিশ্বে 4G এর আপডেট ভার্সন চলে) ৩। আমরা ৪০ ঘন্টায় পুলিশ, র্যাব, বুয়রটের প্রকৌশলী আধুনিক প্রযুক্তি এবং পুরো প্রশাসনসহ চেষ্টা মৃত মানুষ উদ্ধার করতে পারি না। পরে সাধারণ মানুষ এসে 10min এ করে দেয়। 4. আমরা জাতীয় পর্যায়ের পরীক্ষার সকল সেটের প্রশ্নগুলো আগের রাতেই হাতে পেয়ে যাই। আশা করা হচ্ছে, অদূর ভবিষ্যতে উত্তরপত্র পাওয়া যাবে। 5. আমরা শতভাগ শিক্ষিত জাতির দ্বার প্রান্তে, পরীক্ষা না দিয়েও GPA5 (Golla Paisi Ami 5Subj e) ঘরে তুলি। 6. আমরা কষ্ট করে লাইনে দাঁড়িয়ে ভোট দিতে হয় না। সম্পূর্ণ Automatic পদ্ধতিতে আমরা প্রতিনিধি পেয়ে যাই। (যা বিশ্বের অন্য কোন দেশে আজও আবিষ্কৃত হয়নি, ভবিষ্যতেও হবে কিনা সন্দেহ!) এবং 7. আমরা সম্ভবত সমগ্র বিশ্বভ্রক্ষ্মান ্ডে আলোড়ন তুলতে যাচ্ছি। বাংলাদেশী বিজ্ঞানী ও রাজনীতিবিদ মিলে উদ্ভাবন করেছেন যোগাযোগ ব্যবস্থায় Revolution ঘটানো প্রযুক্তি Kobutor69. ধারণা করা হচ্ছে এর মাধ্যমে চাঁদে, মঙ্গলে (ইন্টারনেট ছাড়াই) অনায়াসে তথ্য আদান প্রদান ও ভিডিও কল করা সম্ভব হবে। এরই ধারাবাহিকতায় ইতোমধ্যে ছিচকা সফটওয়্যারগুলো Viber, Tango, Line, My People, Whats App বন্ধ করে দেয়া হয়েছে। 1 থেকে 7 এর সামগ্রিক মুল্যায়নে আন্ধার ভাই কানাও কইতে বাধ্য বাঙ্গালি একটি ডিজিঠাল খানঠ্রি.... Collected.
Posted on: Tue, 20 Jan 2015 16:49:52 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015