প্রশ্ন: আল্লাহ তা‘আলা বা - TopicsExpress



          

প্রশ্ন: আল্লাহ তা‘আলা বা তাঁর রাসূল অথবা দ্বীন নিয়ে হাসি ঠাট্টা করার হুকুম কি? উত্তর: এই কাজটি অর্থাৎ আল্লাহ বা তাঁর রাসূল (সাঃ) অথবা কুরআন অথবা দ্বীন নিয়ে হাসি-ঠাট্টা করা কুফরী। যদিও তা মানুষকে হাসানোর নিয়তে হয়ে থাকে। নবী (সাঃ)-এর যুগে এ রকম বিদ্রুপের ঘটনা ঘটেছিল। একদা মুনাফিকরা তাঁকে এবং সাহাবীদেরকে লক্ষ্য করে বলল, আমরা এ সমস্ত লোকদের চেয়ে অধিক বড় পেট বিশিষ্ট লোক, অধিক মিথ্যুক এবং যুদ্ধ ক্ষেত্রে এদের চেয়ে অধিক ভীতু আর কাউকে দেখিনি। তাদের ব্যাপারে আল্লাহ বলেন, وَلَئِنْ سَأَلْتَهُمْ لَيَقُولُنَّ إِنَّمَا كُنَّا نَخُوضُ وَنَلْعَبُ অর্থ: আপনি যদি তাদেরকে জিজ্ঞেস করেন, উত্তরে তারা অবশ্যই বলবে যে, আমরা কেবল হাসি-তামাসা করছিলাম। (সূরা তাওবা: ৬৫) নবী (সাঃ)-এর কাছে যখন অভিযোগ আসল, তখন তারা বলল, পথ চলার সময় পথের ক্লান্তি দূর করার জন্য যে সমস্ত কথা-বার্তা বলা হয়, আমরা শুধুমাত্র তেমন কিছু কথাই বলছিলাম। নবী (সাঃ) তাদেরকে আল্লাহর বাণী শুনিয়ে দিলেন। أَبِاللَّهِ وَآيَاتِهِ وَرَسُولِهِ كُنتُمْ تَسْتَهْزِئُونَ لَا تَعْتَذِرُوا قَدْ كَفَرْتُمْ بَعْدَ إِيمَانِكُمْ অর্থ: বলুন, তোমরা কি আল্লাহ তাঁর আয়াতসমূহ এবং তাঁর রাসূলকে নিয়ে হাসি-তামাসা করছিলে? তোমরা এখন ওযর পেশ করো না। তোমরা তো ঈমান প্রকাশের পর কুফরী করেছো। (সূরা তাওবা: ৬৫-৬৬) কাজেই আল্লাহ তা‘আলা, রিসালাত, অহী এবং দ্বীনের বিভিন্ন বিষয় অত্যন্ত পবিত্র। এগুলোর কোন একটি নিয়ে ঠাট্টা করা বৈধ নয়। যে এরূপ করবে, সে কাফির হয়ে যাবে। কারণ, তার কাজটি আল্লাহ, তাঁর রাসূল, কিতাব এবং শরীয়তকে হেয় প্রতিপন্ন করার প্রমাণ বহন করে। যারা এ ধরনের কাজ করবে, তাদের উচিত আল্লাহর দরবারে তাওবা করে এবং ক্ষমা চেয়ে নিজেকে সংশোধন করে নিয়ে আল্লাহর প্রতি ভয় ও সম্মান দিয়ে অন্তরকে পরিপূর্ণ করা উচিত। কৃতজ্ঞতায়: Islamic Education & Research Foundation (IERF)
Posted on: Thu, 25 Jul 2013 20:00:58 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015