প্রসঙ্গ : টিটুয়েন্টি - TopicsExpress



          

প্রসঙ্গ : টিটুয়েন্টি ওয়ার্ল্ডকাপে বাংলাদেশ স্কোয়াড । আমাদের সিলেক্টরদের একটা বড় ধরনের রোগ হচ্ছে কোন একজন ব্যাটসম্যান যে ফরম্যাটেই ভালো খেলুক তাকে তিন ফরম্যাটে খেলানো চাইই চাই বেশি দূরে তাকাতে হবেনা, সর্বশেষ নিউজিল্যান্ডকে বাংলাওয়াশ করা সিরিজের দিকেই তাকিয়ে দেখুন । মমিনুল হক টেস্টে ভালো খেলার পর ওকে দিয়ে ওয়ানডে টি টুয়েন্টি সবগুলো ম্যাচই খেলানো হয়েছে । টেস্টের ফর্মটা ভালো থাকলে তা দেখে হয়তো ওয়ানডেতে চালিয়ে নেয়া যায় কিন্তু টিটুয়েন্টিতে?? কেন?? আবার নাঈম ইসলামকে তার ওয়ানডের পারফরম্যান্স দেখে খেলিয়েছে টিটুয়েন্টিতেও, যদিও সে বল নষ্ট করেনি কিন্তু অতোটা ভালোও খেলেনি, ১০ বল খেলে করছে ১৮ রান, ৩ বাউন্ডারি, ১ ছয় !! # নাঈম এর টিটুয়েন্টি স্ট্যাটিক্টিস দেখুন - ন্যাশনাল টিমের হয়ে ১০ ম্যাচ খেলে ১৩০ রান, এ্যাভারেজ ১৪, স্ট্রাইকরেট ১১৪, হাইয়্যেস্ট ইনিংস ২৮ !! ন্যাশনাল টিমের বাইরে ৪২টি টিটুয়েন্টি খেলে রান ৭৪৬, এ্যাভারেজ ২২,স্ট্রাইকরেট ১১০,হাইয়্যেস্ট ইনিংস ৭২ !! সন্তোষজনক নয় মোটেও # মমিনুল হকের স্ট্যাটিক্টিস দেখুন - যেহেতু ন্যাশনাল টিমের হয়ে মাত্র ৩ ইনিংস ব্যাট করার সুযোগ পেয়েছে তাই এটা উল্লেখ করলামনা । ন্যাশনাল টিমের বাইরে মমিনুলের ৩২ ম্যাচ খেলে রান ৪০২,এ্যাভারেজ ২০,স্ট্রাইকরেট ১১০,হাইয়্যেস্ট ৫৩* !! অনেককেই বলতে দেখেছি মমিনুল বিপিএলে ভালো ব্যাট করেছে, কিন্তু তাদের জ্ঞাতার্থে বলতেছি মমিনুল ঐ একটা ম্যাচেই ফিফটি করছে এবং আর দুয়েকটাতে ৩০+ , টিটুয়েন্টিতে মাসল এবং শরীরের জোড় অনেকটাই ইম্পোর্ট্যান্ট, টেস্টে হালকা কাট করলেই কিংবা ড্রাইভ করলেই ফোর মারা যায় যেটা টিটুয়েন্টি সম্ভবনা । নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ওয়ানডে এবং একমাত্র টিটুয়েন্টি ম্যাচে মমিনুলের আউট দেখলেই বিষয়টা ক্লিয়ার হয়ে যাওয়ার কথা যে ও উড়িয়ে মারতে গিয়ে আউট হয়েছে । সো, মমিনুলকে টিটুয়েন্টি স্কোয়াডে রাখার কোন মানে দেখিনা । টিটুয়েন্টিতে টপঅর্ডারের জন্য মমিনুল নাঈমের চেয়ে ভালো ব্যাটসম্যান আমাদের হাতে থাকতে তাহলে কেন এতো চাপাচাপি ?? বিপিএল দেখে থাকলে আপনার অবশ্যই জানার কথা আনামুল,সামসুর,স াব্বিরদের সম্পর্কে !! # আনামুল এর ৩০টি টিটুয়েন্টি ম্যাচে রান ৫৭০,এ্যাভারেজ ২৪,স্ট্রাইকরেট ১২০,হাইয়্যেস্ট ৮৩,ফিফটি ৩টি !! # সামসুর এর ২৬ ম্যাচে রান ৬৭৫,এ্যাভারেজ ৩০,স্ট্রাইকরেট ১২০,হাইয়্যেস্ট ইনিংস ৯৮*,ফিফটি ৮টি !! # সাব্বির এর ৩২টি টিটুয়েন্টি ম্যাচে রান ৫২৯,এ্যাভারেজ ২৫,স্ট্রাইকরেট ১৩১! হাইয়্যেস্ট ইনিংস ৬৯,ফিফটি ৩টি !! মাহমুদউল্লাহ রিয়াদ হয়তো তার বোলিংয়ের জন্য টিকে যেতে পারে, কিন্তু টিটুয়েন্টির জন্য আদর্শ ব্যাটসম্যান হিসেবে আমি ভোট দিবোনা । ন্যাশনাল টিম এবং ন্যাশনাল টিমের বাইরে দুই জায়গাতেই স্ট্রাইকরেটের বেহাল অবস্থা(১০০এবং১১ ০) !! আর বাদবাকি ব্যাটসম্যান যারা অটোম্যাটিক চয়েস তাদের সবার টিটুয়েন্টিতে স্ট্রাইকরেট (১২০ এর আশেপাশে) এ্যাভারেজ দুটোই মানানসই আছে, সাকিব, মুশফিক, নাসির, যদিও তামিম এখনও টিটুয়েন্টি স্ট্রাইকরেট ১১০ এর ওপরে তুলতে পারেনি তাও তামিমের এ্যাবিলিটি এবং স্কিল এর ব্যাপারে কারো দ্বিমত থাকার কথানা । ...আমার এতো কথা বলার একটাই উদ্দেশ্য, নাঈম মমিনুলের মতো ওয়ানডে টেস্টের প্লেয়ারদের দিয়ে যেন টিটুয়েন্টি স্কোয়াড না বানায় টিম ম্যানেজম্যান্ট । আর প্রত্যাশা থাকবে একটাই, ডিসেম্বরে হতে যাওয়া টিটুয়েন্টি টুর্নামেন্টটিতে যেন বিপিএলের সেই ফর্মটা দেখাতে পারে আনামুল, সাব্বির আর সামসুরের এর মতো হার্ডহিটাররা । (কেউ আবার ভাইবেননা নাঈম মমিনুল এখানে খারাপ খেলুক এমনটা চাইতেছি আমি ) তবে বিশেষ করে চাইবো সাব্বির যেন ভালো কিছু করে কারন হচ্ছে ওর স্ট্রাইকরেট (১৩১) টিটুয়েন্টির জন্য একেবারে পারফ্যাক্ট ব্যাটসম্যান । গ্যাপে শট খেলায় অনেক দক্ষ । আর আনামুলের শটে এক ধরণের আলাদা সৌন্দর্য্য আছে, সাথে সামসুরের কনসিসটেন্সি !! টিটুয়েন্টি স্কোয়াডটা যেমন হলো আমি খুশি হতাম - তামিম সামসুর আনামুল সাব্বির সাকিব মুশফিক নাসির গাজী জিয়া রাজ্জাক ম্যাশ রিয়াদ,রুবেল,শফ িউল এরা স্কোয়াডে থাকবে।
Posted on: Thu, 28 Nov 2013 09:36:48 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015