পড়ালেখায় আমি সবসময় ই মহা - TopicsExpress



          

পড়ালেখায় আমি সবসময় ই মহা ফাঁকিবাজ ছিলাম।বাসায় আমাদের ২ ভাই বোনের জন্যে টিচার রাখা হয়েছিলো।তিনি এমন ই সময়নিষ্ঠ ছিলেন প্রতিটা দিন এসে ঠিক টাইমে হাজির হতেন। যেদিন পড়া শিখতাম না আল্লাহর কাছে হাত তুলে বসে থাকতাম আজ স্যার না আসুক।কিন্তু বিধি বাম তিনি প্রতিদিন এসে হাজির। তারপরও হাল ছাড়ার পাত্রী ছিলাম না,যে বিষয়ের পড়া রেডি করতাম না সেই বই আর নোট দুইটাই বালিশের নিচে,তোষকের নিচে লুকিয়ে রাখতাম।স্যার সেই বিষয়ের পড়া বের করতে বললেই আমার খোঁজাখুঁজি আরম্ভ হয়ে যেত। স্যার বুঝতে পারতো কিনা জানিনা।কিন্তু অনেক মাইর ও খেতাম এই পড়া না পারার কারনে।আম্মু তো মারত না আব্বু ও না যা মাইর খাইসি শুধু স্যার এর কাছে। স্যার এখন আমেরিকার নিউ জার্সি তে থাকেন।একবার তাকে সামনে পেলে মাফ চেয়ে নিতাম। স্ট্যাটাস দিলাম এজন্যে যে আমার স্টুডেন্টও এখন আমার সাথে একি কাহিনী করে!!!!!!!!:( বাট আমি তো করে আসছি তাই ধরা খেয়ে যায় বেচারা।:P কয়দিন আগে স্ট্যাটাসে লিখসিলাম অন্যের সাথে অন্যায় করলে টা নিজের সাথেও একদিন হবে।পুরা ফলে গেল!!!!!!!!!!!
Posted on: Fri, 28 Jun 2013 15:46:10 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015