ফাঁস হয়ে গেল ওয়ালটনের - TopicsExpress



          

ফাঁস হয়ে গেল ওয়ালটনের আপকামিং ফ্লাগশীপ স্মার্টফোন এর ফিচার! এবছরের প্রথমদিক ওয়ালটন তাদের ফ্লাগশীপ Primo ZX মডেল বাজারে ছেড়ে দেশের বাজারে তোলপাড় সৃষ্টিকরেছিল।উল্ল্যেখ্য ফোনটি ছিল চায়নার কোন এক কোম্পানি এর ফ্লাগশীপ এর রিব্র্যন্ড। এবার ঔ চায়না কোম্পানি পরবর্তী ফ্লাগশীপ আনতে যাচ্ছে যার সম্ভাব্য মডেল ধরা হচ্ছে Elife E8! যেহেতু ওয়ালটন ঔ কোম্পানির বেশীর ভাগ মডেল রিব্র্যন্ড করে তাই Elife E8 হতে যাচ্ছে ওয়ালটনের পরবর্তী ফ্লাগশীপ। এক নজরে লিক্ড হওয়া ফিচার গুলো 3 GB Ram(3G)4 GB Ram(4G) Rom 32/64 GB 20 mp Camera 8 Mp Front 3220 mah le-po Battery Corning Gorilla Glass 3 IpS LCD QHD Display 5.6 inch Display Qualcomm Snapdragon 805 CPU Quad-core 2.7 GHz Krait 450 GPU Adreno 420 প্রায় zx এর মতই ফিচার! তবে অসাধারন হবে ফোনটা।দামও অন্যন্য ব্র্যন্ডের চেয়ে কম হবে আশাকরি।Dhaka International Trade Fair এ ওয়ালটন এটি ঘোষনা করবে।
Posted on: Fri, 24 Oct 2014 08:08:12 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015