ফেইসবুকে বেশি ছবিদাতারা - TopicsExpress



          

ফেইসবুকে বেশি ছবিদাতারা ‘অসুস্থ’: ফেইসবুকে ঘনঘন ছবি পোস্টকারীরা মানসিক সমস্যায় আক্রান্ত, এমনটি ধারণা করছেন যুক্তরাজ্যের গবেষকরা। এক প্রতিবেদনে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট সিনেট জানিয়েছে, ব্যবহারকারীরা ব্যক্তিগত জীবনে সমস্যার কারণেই ফেইসবুকে ব্যাপক সংখ্যক ছবি পোস্ট করে। যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অফ বার্মিংহাম, ইউনিভার্সিটি ওয়েস্ট অফ ইংল্যান্ড ও ইউনিভার্সিটি অফ এডিনবরার গবেষকরা যুক্ত রয়েছেন এ গবেষণায়। সিবিএস ওয়াশিংটনের প্রতিবেদন আনুযায়ী, ঘনঘন ফেইসবুকে ছবি পোস্ট করা বাস্তব জীবনের সম্পর্কে খারাপ প্রভাব ফেলতে পারে। যেসব ফেইসবুক ব্যবহারকারী অতিরিক্ত ছবি পোস্ট করে, তারা স্বাভাবিক মানুষের থেকে বিচ্ছিন্ন, এমন ধারণা গবেষকদের। এ ছাড়াও প্রতিবেদনে বলা হয়েছে, ঘনঘন নিজের ছবি শেয়ারিং ও অমনোযোগীভাবে ছবি শেয়ারিং বাস্তব জীবনে ঘনিষ্ঠতা কমিয়ে আনে। [সংগৃহীত]
Posted on: Wed, 14 Aug 2013 10:00:37 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015