ফেসবুক আমি যতদিন ধরে ইউজ - TopicsExpress



          

ফেসবুক আমি যতদিন ধরে ইউজ করছি এই সময়ে অনেক কিছু দেখলাম অনেক কিছু মানুষের মুখ থেকে শুনলাম এবং অনেক রকম বন্ধু পেলাম। কেও সুখ-দঃখে এক সময় ছিল আর কেও এখন আছে। আর বন্ধু কখনো বন্ধুর খারাপ চায়না বরং সব সময় উপকারের জন্য হাতটা বারিয়ে দেয়। আর যারা বিপদের সময় উপকার করতে পেরেও করেনা তারা হল সার্থপর তা তো আপিনেরা ভালকরেই জানেন। যাইহোক কথা বারিয়ে লাভনেই তাহলে লেখাটা বড হয়ে যাবে পরে আপ্নারা পডতে বিরক্ত হয়েযাবেন। যাক এবার আসল কথায় আষি। আমি ফেসবুক পরিচিত এমন কিছু বন্ধু পেয়েছি যারা সব সময় আমার সুখে-দুঃখে এবং আনন্দ-হাসিতে আমার পাশে থাকে। আমি কখনো কল্পনা করতে পারিনি আমি এইরকম কিছু বন্ধু পাব। কি এমন পরিচয় আমার সাথে, না টাকার খাতির, না রক্তে খাতির, না কোন লেন্দেন কিছুই না। হতে পারে তাদের অনেক টাকা-পয়সা কিন্তু আমার নেই, তাই বলে যে ওরা আমাকে বন্ধু ভাববেনা তা নয়। সব সময় ওরা আপদে-বিপদে আমার পাশে থাকে, সবাই সবাইকে সার্পট দিয়ে যায়। মন খারাপ থাকলে হাসি ঠাট্টা মাঝে আমরা সব ভুলে যাই। সত্যি এইরকম বন্ধু পেতে আসলেই ভাগ্যের বেপার। যারা কিছু আমার কাছের আর কিছু হল দূরের। কিন্তু দূরের হলে কি হবে তারা সব সময় আমার পাশে থাকে। আমি চাই না কখনো কন কারনে আমাদের বন্ধুত্ব শেষ হয়ে যাক। তেমন কিছু আর লিখতে পারলাম না। শুধু এইটুকু লিখলাম। FrIeNdsHiP Is lIkE aNeTwoRk. nO NeEd tO TowEr, No nEed To ReCHaRgE, No NeeD tO VALidiTIeS, jUsT AcTivE yOUr fRiENdShIP iN yOUr hEaRt....... Most thanks..... জর্জ মিয়া, বেয়াদপ ছেলে, লোল বাবা, Ashik Rohman, Imran Hossain, Rimjhim Rahman, H.r. Søhåg, Jone Ahamed, Sadia Sultana, Siblu Apon, Pagla Baba, Mohammad Hasib, Mizan Ahmed, Niaz Ahmed
Posted on: Fri, 26 Jul 2013 13:51:36 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015