ফেসবুকে এক বা একাধিক - TopicsExpress



          

ফেসবুকে এক বা একাধিক লেখা ঘুরে বেড়াচ্ছে (কিছু সংগঠনের কৃপায়), যার বিষয় সিদ্দিকুল্লা সাহেব কত বড় বিপ্লবী, কত বড় সমাজতান্ত্রিক, তাঁর দল জমিয়তে উলেমায়ে হিন্দের সঙ্গে বাংলাদেশ জামাতের কোন সম্পর্ক নেই, জামাত আর জমিয়ত এক করে ফেলে চলছে আনন্দবাজারী প্রচার। আমি ভাবলুম আমি পুরনো পাগল, ভাত না পেলেও কিছু না কিছু বলতেই হয়, মানুষে নইলে জানবে ক্যামনে? তাই এই নিন ভাই লিঙ্ক, যেখানে সিদ্দিকুল্লা সাহেব বলছেন শেখ হাসিনা সরকারের অত্যাচারের বিরুদ্ধে, বাংলাদেশের নির্যাতিত ইসলামী নেতাদের (পড়ুন যুদ্ধাপরাধীদের) জন্য পশ্চিমবঙ্গের সব রাজনৈতিক দল, সব ধর্মের মানুষ (ইল্লি আর কি!), সব বুদ্ধিজীবীদের কেন এগিয়ে আসা উচিত। আর লিঙ্কটা কিসের বলেন দেখি? বাংলাদেশ জামাতে ইসলামীর ওয়েবসাইটের। নীচে নিজামী-মুজাহিদ-সাঈদী সহ সব নেতাদের ছবি, উপরে সিদ্দিকুল্লা সাহেবের লেখা। এরপরে যিনি বলবেন মহান সিদ্দিকুল্লা ছাহেব একজন বিপ্লবী বলশেভিক তাঁকে আমি বলব দূরে গিয়া মর শালা। jamaat-e-islami.org/en/newsdetails.php?nid=ODU5
Posted on: Tue, 02 Dec 2014 06:15:03 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015