ফটো ট্যাগে সমস্যা ? (২ - TopicsExpress



          

ফটো ট্যাগে সমস্যা ? (২ মিনিটে সমাধান ) ফেবুতে অনেকেই আছে যারা নিজের ছবি বা অপ্রয়োজনীয় ছবি অনেককে ট্যাগ করেন , এই ট্যাগিং এর জ্বালায় অনেকে স্ট্যাটাস প্রসব করেন ভাই প্লিচ কেউ আম্রে ট্যাগ কইরেন না এর থেকে মুক্তির উপায়(যারা জানেন না তাদের জন্য): প্রথমে Settings এ যাবেন এরপর Timeline and Tagging Settings এ যাবেন এরপর Who can add things to my timeline? এ ক্লিক করে Review posts friends tag you in before they appear on your timeline? তে ক্লিক করলে Enabled/ Disabled অথবা Off/On অপশন আসবে সেখান থেকে Enabled বা On এ ক্লিক করুন । কাজ শেষ ......... এখন কেউ আপনাকে ফটো বা স্ট্যাটাস ট্যাগ করলে সেটা আগে আপনার Activity Log এ Timeline Review এ চলে যাবে, মোবাইল ইউজাররা সেটা পাবেন - Activity Log এর Filter এ posts Youre Tagged In অপশনে । আপনি ইচ্ছে করলে সেটা আপনার টাইমলাইনে Add করতে পারেন , Add করতে চাইলে সেই পোস্ট বা ছবির সাইডে Add Timeline/Hide দুইটা অপশন আসবে এখান থেকে Add Timeline ক্লিক করলেই সেটা Add হয়ে যাবে আপনার টাইমলাইনে । আপনি আপনার টাইমলাইনে Add না করা পর্যন্ত সেই ছবি বা পোস্ট কেউ দেখতে পারবেনা । (শুভ ফেইসবুকিং )
Posted on: Sat, 27 Dec 2014 16:03:31 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015