ফুটবলে ব্রাজিলিয়ানদের - TopicsExpress



          

ফুটবলে ব্রাজিলিয়ানদের আধিপত্য ফুটবল যুগের সূচনালগ্ন থেকেই । ব্রাজিল দলের শৈল্পিক ফুটবলের সামনে ফুটবলের পৃথিবী মাথা নত করেছিল প্রায় ৩০ বছর । এই টানা লম্বা সময় যেই দলটি ফুটবল বিশ্ব শাসন করেছে তার নামই ব্রাজিল । আমরা ব্রাজিল সমর্থকেরা সবসময় ব্রাজিল এর সিনিয়র জাতীয় দলটাকে নিয়ে পড়ে থাকি । মুগ্ধ হয়ে উপভোগ করি তাদের পায়ের কারুকার্য । তবে এই ফুটবলারদের পায়ের যাদুটার পেছনে অনেক বড় অবদান আছে তাদের ঘাম ঝরানোর সবচাইতে বড় মঞ্চ..... Brazil under 20 national Football team আজকে আমি এই অনুর্ধ্ব ২০ জাতীয় দলটার সম্বন্ধে আপনাদের জানাবো ।।। রোনালদিনহো অভিষেক বিশ্বকাপে দেখিয়েছিলেন দুনিয়ার সবচাইতে বড় ফুটবল চমক এবং থেকেছিলেন ফুটবল দুনিয়ার আলোচনার কেন্দ্রবিন্দুতে। রোনালদো,নেইমার,পাতো,লুইস ফ্যাবিয়ানো,রবিনহোদের বেলায় কাহিনীর দৃশ্যপটে কোন পরিবর্তন নেই । তারা জাতীয় দলে নিজেদের জাত চিনিয়েছেন । কিন্তু এর আগে তারা খেলেছেন অনুর্ধ্ব ২০ জাতীয় দলে । তারা কিংবা তাদের পূর্বপুরুষরা সেখানে কতটুকু সফল ছিলেন চলুন আপনারকে দেখাই...................... এই অনুর্ধ্ব ২০ দলটি ১৯ বিশ্বকাপের ১৭ টিতে অংশগ্রহণ করে । একবার তারা এই বিশ্বকাপটি বর্ণবাদের কারণে বর্জন করেছিলো আরেকবার কোয়ালিফাই করতে পারেনি । এইখানে তারা ৫ বার চ্যাম্পিয়ন এবং ৩ বার রানার্স আপ । তবে South American Youth Championship এ তারা প্রত্যেকটা টুর্নামেন্টে অংশ নিয়েছে এবং টানা চারবার চ্যাম্পিয়ন হওয়ার বিশ্ব রেকর্ড ফুটবল ইতিহাসের শ্রেষ্ঠত্ব অর্জন করেছে । এই টুর্নামন্টে তারা ১১ বার চ্যাম্পিয়ন হয় এবং ৭ বার রানার্স আপ হয়............. পাশাপাশি তারা Toulon Tournament ইউরোপ,আফ্রিকা,আমেরিকা,ওশেনিয়া ইত্যাদি অঞ্চলের মধ্যকার চ্যাম্পিয়নদের নিয়ে অনুষ্ঠিত হয় সেটিতেও সর্বোচ্চ সাফল্য অর্জন করেছে ...............বিস্তারিত নীচে....... FIFA U-20 World Cup ***Winners*** (5 Time) 1983, 1985, 1993, 2003, 2011 ***Runners-up*** (3 time) 1991, 1995, 2009 South American Youth Championship ***Winners*** (11 time) 1974, 1983, 1985, 1988, 1991, 1992, 1995, 2001, 2007, 2009, 2011 *** Runners-up*** (7 Time)1954, 1977, 1981, 1987, 1997, 2003, 2005 Toulon Tournament: ***Winners*** (8 Time) 1980, 1981, 1983, 1995, 1996, 2002, 2013, 2014
Posted on: Sat, 02 Aug 2014 03:07:38 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015