ফ্রিলেন্সিং বিষয়টা কি? - TopicsExpress



          

ফ্রিলেন্সিং বিষয়টা কি? তা আমার ফ্রেন্ড লিস্টের অনেকের কাছেই ঘোলাটে। আমি যখন আমার ক্লায়েন্টর কথা/কাজের কথা বলি। তখন কেউ বলে দোস্ত এটা তোর অফিস কোথায়, তোর বেতন কত অথবা দোস্ত কি ওয়াশিংটনে জব করিস নাকি? :p ইত্যাদি ইত্যাদি...... ওকে যাইহোক, আজকে আমি সেসব বন্ধুদের উদ্দেশ্য করে লিখছি, যাতে তারা বিষয়টা ভালভাবে বুঝতে পারে। - ধরেন আপনি Ms Office খুব ভাল পারেন এবং আপনার টাইপ স্পিডও অনেক ভাল। আপনার একটা জব দরকার। আপনি যদি এখন কোন কোম্পানিতে এই ক্যাটেগরিতে জব করতে চান। তাহলে তাদের সাথে আপনার একটা চুক্তি করতে হবে এবং আপনার দক্ষতার পরিচয় দিয়ে চাকরিটা নিতে হবে। আর নাহলে কিন্তু তারা আপনাকে চাকরিটা দিবেনা। এবার আসুন অনলাইন মার্কেটপ্লেসে- অনলাইনে এমন অনেক মার্কেটপ্লেস (বাজার) আছে, যেখানে অনেক জব পোস্ট করা হয়। মানে চাকরির অফার করা হয়। আর এই চাকরির অফারটা করে উন্নত দেশের নাগরিকরা। যে কাজটা তাদের দেশের কোন এক জনকে দিয়ে করালে এর দাম হত ৳১০০০ আর সেটা আমাদের দেশের মানুষকে দিয়ে করালে তার খরচ হয় প্রায় ১০০-২০০৳। তাই তারা এসব মার্কেটপ্লেসে কাজের অফার করে। এখন বলি ফ্রিলেন্সিং কাজের জন্য মার্কেটপ্লেস কেন? ফ্রিলেন্সিং মার্কেটপ্লেস হল এমন একটা আন্তর্জাতিক কমিউনিটি, যেখান ক্লায়েন্টরা জব পোস্ট করতে পারে এবং ফ্রিলেন্সাররা তাতে আবেদন করতে পারে। মার্কেটপ্লেসের প্রধান কাজ হল, আপনার টাকা পাওয়ার নিশ্চয়তা দেওয়া এবং ফ্রিলেন্সার ও ক্লায়েন্টের মধ্যে সামঞ্জ্যতা রক্ষার জন্য কিছু নিয়ম তৈরি করে। যা উভয়ই মানতে বাধ্য। তাতে করে উভয়েরই অধিকার রক্ষা হয় :) একেকটা মার্কেটপ্লেস একেক রকম নিয়মে চলে। সাধারণত, বেশিরভাগ মার্কেটপ্লেস আপনাকে দুইভাবে কাজ করার সুযোগ দেয় (এখানে আমি ওডেস্কের কথা বলছি)। প্রথমত প্রতি ঘন্টায় আপনার ইনকাম হিসাব করা হবে (যেমন প্রতি ঘন্টায় আপনার ইনকাম হতে পারে $3)। দ্বিতীয়ত ফিক্সড প্রাইস অর্থাৎ কোন একটা প্রজেক্টের জন্য দাম ঠিক করে চুক্তি করা। এরকম কয়েকটা টপ লেভেলের মার্কেটপ্লেস হল: Odesk, Elance, Freelancer, Fiverr etc. মার্কেটপ্লেস তাদের সেবার জন্য আপনার ইনকাম থেকে ১০% কেটে রাখবে (odesk,elence)। ওডেস্ক তাদের ওয়েবসাইটে তাদের মার্কেটপ্লেস সম্পর্কে এভাবে লিখেছে- oDesk provides an online workplace, where freelancers provide online, virtual services to companies across the globe. The individual above is an independent contractor and not an employee of oDesk nor the clients to which the individual provides services. The freelancer offers his/her expertise to the public, using the freelancer’s own equipment and assets and retains the possibility of profit and loss. oDesk does not control the freelancer’s ongoing earnings. This statement is a confirmation of the work performed by this freelancer for his/her clients through the oDesk platform, and not a guarantee of future earnings. (উপরের কথাগুলো পড়লে আশা করি আপনার ধারণা আরো ক্লিয়ার হবে।) এখন কথা হচ্ছে গিয়ে আপনি কিভাবে কাজ করবেন/কাজ পাবেন? যখন কোন ক্লায়েন্ট একটা জব পোস্ট করে তখন আপনি কাজটাতে আবেদন করতে পারবেন। মনে রাখবেন এই কমিউনিটিটা হল আন্তর্জাতিক! কাজেই এখানে স্বাভাবিকভাবেই তুমুল প্রতিযোগিতা বিরাজমান। একটা জবে শত শত মানুষ আবেদন করতে পারে। এক্ষেত্রে ক্লায়েন্টের কাছে আপনার স্কিল প্রমাণ করে জব নিতে হবে। অনেকটা প্রায় সাধারণ জব ইন্টারভিউয়ের মত। তারপর আপনি ইন্টারভিউতে টিকলে জব পাবেন এবং কাজ শেষে আপনার একাউন্টে $ জমা হবে। ৳ উঠানো নিয়ে অনেকেই টেনশনে থাকে। ভাবে যে, মাস্টার কার্ড লাগে, ভিসা কার্ড লাগে। আরে ভাই এত ঘাবরে যবার কিছু নেই। এখন প্রায় বেশির ভাগ মার্কেটপ্লেসই লোকাল ব্যাংক ট্রান্সফার সাপোর্ট করে। অর্থাং আপনি সাধারণ একটা ব্যাংক একাউন্ট বানিয়ে তা দিয়েই টাকা উত্তোলন করতে পারেন। এমনকি মোবাইল ব্যাংকিং এর মাধ্যমেও টাকা তোলা যায়। সবই একেবারে সহজ, আবার কঠিন :D। এতবড় স্ট্যাটাস দেখিয়া কেউ ভাববেন না যে, আমি বড় কোন ফ্রিলেন্সার। আমি বর্তমানে oDesk এ Web Designing এর কাজ করছি। এখনো সংগ্রামের মধ্যেই আছি। এইত কয়েক মাস আগে সম্পূর্ণ নিজ চেষ্টায় ফ্রিলেন্সিং শুরু করি। অবশ্য এর পেছনে এক বড় ভাইয়ের উৎসাহ অসামান্য কাজ করেছিল। অনেক বাধার সম্মুখিন হয়েছি (অবশ্য এখনো হয়)। কিন্তু আমার বিশ্বাস ছিল আমি পারব :) । সৌজন্য ট্যাগ: চকলেট বালক নাঈম, Riyadh Hassan Arnob, Mashhur Mahdi, Shahin Muhammad Zakaria, Mosharraf Hosain Sadi, Monir Ahmed, Monir Hossain, Fuad Bin Faruquee, Sojib Hasan Nirob, Shorif Mms, Ashik Islam, শুভ্র মেঘের রানী
Posted on: Tue, 30 Dec 2014 17:54:29 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015