বিগত পরীক্ষার - TopicsExpress



          

বিগত পরীক্ষার প্রশ্ন: .................................................................... > ‘আকাবা’ যে দেশের সমুদ্রবন্দর : জর্ডান। (১৫ তম BCS) > খাদ্য ও কৃষি সংস্থার প্রধান কার্যালয় অবস্থিত : রোমে। (২৯ তম BCS) > আমলাতন্ত্রের প্রধান প্রবক্তা : ম্যাকস ওয়েবার। (২০ তম BCS ) > ‘East london অবস্থিত : দক্ষিণ আফ্রিকায়। (২৯ তম BCS) > জাপানের পার্লামেন্টের নাম : ডায়েট। (১১ তম BCS ) > রাজনীতিবিদ কিন্তু সাহিত্যে নোবেল পেয়েছেন : চার্চিল। (১৮ তম BCS) > জাতিসংঘের সদর দপ্তর অবস্থিত : নিউইয়র্কে। (১৯ তম BCS) > IAEA এর সদর দপ্তর অবস্থিত : ভিয়েনা। (১৬ তম BCS ) > ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তর অবস্থিত : ব্রাসেলস্। (২৯ তম BCS) > ‘ফেয়ার ফ্যাক্স’ হলো : গোয়েন্দা সংস্থার নাম। (২৯ তম BCS) > যে দেশের মহিলারা সর্বপ্রথম ভোটাধিকার লাভ করে : নিউজিল্যান্ড। (২৭ তম BCS) > STAR-২ হলো : কৌশলগত অস্ত্র হ্রাস সংক্রান্ত চুক্তি। > TI- এর সদর দপ্তর : বার্লিন। (২৬ তম BCS) > ইউরোপের কর্কপিট বলা হয় : বেলজিয়ামকে। (২৮ তম BCS) > জাপান পার্ল হারবার আক্রমণ করে : ৭ ডিসেম্বর ১৯৪১।(১২ তম BCS ) > বিশ্ব মানবাধিকার দিবস পালিত হয় : ১০ ডিসেম্বর। (২৬ তম BCS ) > আন্তর্জাতিক পরিবেশ দিবস : ৫ জুন। (২৬ তম BCS) > শেভেন চুক্তি হচ্ছে : কর হ্রাস করা চুক্তি। (২৬ তম BCS) > বিশ্ব ব্যাংকের SOFT LOAN WINDO হলো : IDA (২৬ তম BCS ) > NO-FLY-ZON অবসিত : ইরাকে। (২৩ তম BCS ) > চির শান্তির শহর নামে পরিচিত : রোম। (২৩ তম BCS) > পৃথিবীর বৃহত্তম মহাদেশ : এশিয়া। (২২ তম BCS) > ‘ওয়াল ষ্ট্রিট’ অবসিত : নিউইয়র্ক। (১৫ তম BCS ) > হাজার হ্রদের দেশ : ফিনল্যান্ড। (১২ তম BCS ) > লৌহ মানবী হিসেবে পরিচিতি : মার্গারেট থ্যাচার। (২৫ তম BCS) > বিশ্বের সবচেয়ে প্রাচীন সভ্যতা গড়ে উঠেছিল : মেসোপটেমিয়ায়। (২৪ তম BCS ) > জাতিসংঘ দিবস পালিত হয় : ২৪ অক্টোবর। (১১ তম BCS) এডমিন :নয়ন দাস
Posted on: Sun, 12 Oct 2014 09:56:37 +0000

Trending Topics



v class="stbody" style="min-height:30px;">
SILENCE IS GOLDEN: There once was a farmer who discovered that he

Recently Viewed Topics




© 2015