বিজ্ঞানের এক একটা তথ্য - TopicsExpress



          

বিজ্ঞানের এক একটা তথ্য পড়ি, আর আমি ফিরে পনের শত বছর পূর্বে !! অবাক হয়ে লক্ষ্য করি, বিজ্ঞান যে তথ্যটা আজ নানা গবেষনা করে বলছে, সেই একই তথ্যটা আমাদের প্রিয় নবীজির বলে গেছেন পনের শত বছর আগে !! মহান আল্লাহ পাক সৃষ্টুর সব রহস্য একে একে জানিয়ে দিয়েছিলেন তার হাবীবকে, আর সেই সব রহস্য একে একে লিখিত হয়েছে আল কোরআন নামক এক বিস্ম্যকর পবিত্র গ্রন্থে !! ** বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে বিজ্ঞানীরা নিশ্চিত যে,এই প্রাকৃতিক মহাবিশ্বের একটি শুরু আছে। প্রাকৃতিক মহাবিশ্বের শুরুর মুহূর্তকে বিজ্ঞানীরা ‘বিগ ব্যাং’ নাম দিয়েছেন। ‘বিগ ব্যাং’ এর আক্ষরিক অর্থ হচ্ছে ‘মহাবিস্ফোরণ। অথচ ১৫ শত বছর আগে অবতীর্ণ হওয়া কোরআন বলে গেছে সেই একই কথাঃ কোরআন বলছে: তিনি আকাশমন্ডলী ও জমিনকে অনস্তিত্ব থেকে অস্তিত্বে আনয়নকারী; তিনি যখন কিছু করতে চান তখন সেটিকে বলেন: ‘হয়ে যাও’, অমনি তা হয়ে যায়। (২:১১৭) To Him is due the primal origin of the heavens and the earth: When He decreeth a matter, He saith to it: ‘Be’, and it is. (2:117) বস্তুত তাঁর সৃষ্টিকার্য এরূপ যে, যখন তিনি কিছু সৃষ্টি করতে ইচ্ছে করেন, তখন তিনি তাকে বলেন, ‘হও’, অমনি তা হয়ে যায়। (৩৬:৮২) তাহলে দেখা যাচ্ছে যে, কোরআন অনুযায়ীও এই প্রাকৃতিক মহাবিশ্বের একটি শুরু আছে – অর্থাৎ এই প্রাকৃতিক মহাবিশ্বকে অনস্তিত্ব থেকে অস্তিত্বে নিয়ে আসা হয়েছে, তা ‘পরম শূন্য’ থেকে হোক বা অন্য যে কোন ভাবেই হোক না কেন। কোরআন বলছে: Do not the Unbelievers see that the heavens and the earth were joined together (as one unit of creation), before We clove them asunder? We made from water every living thing. Will they not then believe? (21:30) এই আয়াতে বিগ ব্যাং ও তার পরবর্তী অবস্থাকে বুঝানো হয়েছে। অর্থাৎ একদম শুরুতেই হয়ত ‘Be’ কম্যান্ডমেন্ট এর মাধ্যমে বস্তু অথবা শক্তি সৃষ্টি করা হয়েছে এবং সেটিকে পৃথক করে গ্রহ-নক্ষত্র তৈরী করা হয়েছে। কোরআন বলছে: And it is We who have built the universe, and behold, We are steadily expanding it. (51:47) এখানে মহাবিশ্বের সম্প্রসারণের ইঙ্গিত দেয়া হয়েছে !! --------কোরআন পড়ুন, বুঝুন, অনুধাবন করুন। প্রতিটা লাইনে লাইনে বিস্মিত হবেন।
Posted on: Fri, 26 Sep 2014 04:55:53 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015